এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলকে বড়সড় চাপের মুখে ফেলতে বামেরা ভোটের আগেই নিল বড়সড় সিদ্ধান্ত

তৃণমূলকে বড়সড় চাপের মুখে ফেলতে বামেরা ভোটের আগেই নিল বড়সড় সিদ্ধান্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন শুরুর আগেই দিয়ে চলেছে চমকের পর চমক। এবার নন্দীগ্রাম নিয়ে নতুন খবর সামনে এল যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ একুশের নির্বাচনের পরিপ্রেক্ষিতে। নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে পদার্পণ করার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এবারের লড়াই তিনি নন্দীগ্রাম থেকে লড়বেন। যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করে গেরুয়া শিবিরকে যে বা বলা ভাল হুভেন্দু অধিকারীকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন সে কথা বুঝতে বাকি থাকে না। পাল্টা শুভেন্দু অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায়কে 50 হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ জানান।

আর এবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘু ভোট নিয়ে আবারও একটি বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। প্রসঙ্গত পাঁচ দশকের পর নন্দীগ্রামে বাম শরিকদের পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে জোটের স্বার্থে আব্বাস সিদ্দিকীকে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। আপাতত যা মনে হচ্ছে, তা হল নন্দীগ্রাম আসনে তৃণমূল-বিজেপি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তীব্র লড়াই দেখার সম্ভাবনা। প্রসঙ্গত, নন্দীগ্রাম কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আর সেখানে বাম শরিকরা আব্বাস সিদ্দিকীকে আসন ছেড়ে দেওয়ায় যথারীতি তৃণমূল নেত্রীর লড়াই কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবারের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে আব্বাস সিদ্দিকী, হয়েছে মহাজোট। আর এই মহাজোটের স্বার্থেই নন্দীগ্রামে আসন ছেড়ে দিচ্ছেন প্রায় 50 বছর পর বামেরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রাম থেকে প্রার্থী হবার কথা ঘোষণা করেছিলেন, তখন মনে হয়েছিল নন্দীগ্রামের 62 হাজারের বেশি মুসলিম ভোট রয়েছে আর তার ওপর নির্ভর করেই মুখ্যমন্ত্রী এত বড় সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে বাকি দু লক্ষ তের হাজার ভোট নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেন নেত্রীকে। সংখ্যালঘু মুসলিম ভোটে থাবা বসাতে চলেছেন আব্বাস সিদ্দিকী।

বলা যায়, আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বড় বাধা হতে চলেছে তৃণমূল নেত্রীর সামনে নন্দীগ্রামে। একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তৃণমূল শিবির কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট চাপে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। সেক্ষেত্রে নন্দীগ্রাম তৃণমূল শিবিরের কাছে প্রেস্টিজের লড়াই, আর সেই লড়াইয়ে নামতে ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় চ্যালেঞ্জ নেন। পাশাপাশি বামেরা আব্বাস সিদ্দিকীকে আসন ছেড়ে দিয়ে তৃণমূল নেত্রীকে বড়োসড়ো চাপের মুখে ফেললেও নির্বাচনের আগেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!