এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সোশ্যাল মিডিয়ার যাবতীয় ট্রোলের জবাব দিলেন এবার তৃণমূলের অন্যতম মুখপাত্র

সোশ্যাল মিডিয়ার যাবতীয় ট্রোলের জবাব দিলেন এবার তৃণমূলের অন্যতম মুখপাত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের সবথেকে কনিষ্ঠ সদস্য এই মুহূর্তে দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর আরেকটি পরিচয় তিনি তৃণমূলের অন্যতম মুখপাত্র। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বহুল পরিচিত মুখ তিনি। একুশের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার অনেক আগে থেকেই বিভিন্ন মহল থেকে শোনা যায়, এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম প্রার্থী হতে চলেছে এই দেবাংশু ভট্টাচার্য। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হবার পর দেখা যায় দেবাংশু ভট্টাচার্যকে মোটেই প্রার্থী করা হয়নি। যথারীতি যাবতীয় অনুমানের জলাঞ্জলি আর এই অনুমানের সমূলে বিনষ্ট হওয়া অনেকেই মানতে পারেননি। ফলস্বরূপ প্রার্থী তালিকা প্রকাশের পর দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতা ভরে ওঠে বিভিন্ন রকমের ট্রোলে।

এতদিন পর্যন্ত দেবাংশু ভট্টাচার্য এই নিয়ে বিশেষ কিছু বলেননি। কিন্তু এবার তিনি জানালেন, কেন তিনি টিকিট পাননি। পাশাপাশি এবার দেবাংশু ব্যাপক কটাক্ষ করেছেন সোশ্যাল মিডিয়ার ট্রোলারদের উদ্দেশ্যে। প্রসঙ্গত, বালি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছিল দেবাংশু ভট্টাচার্যের নাম। প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক বিদ্রুপ। আর তাই নিয়েই এদিন দেবাংশু জানিয়েছেন, তৃণমূল তাঁকে কোনদিনও প্রার্থী করার প্রতিশ্রুতি দেয়নি। পাশাপাশি এবারে তিনি কোনমতেই প্রার্থী হতে পারতেন না। তার কারণ, প্রার্থী হওয়ার যোগ্যতার মানদণ্ড তিনি পেরোতে পারতেননা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেবাংশু নিজেই এদিন জানিয়েছেন, ভারতীয় সংবিধান অনুযায়ী নির্বাচনে প্রতিনিধিত্ব করতে গেলে 25 বছরের হতে হয়। সেক্ষেত্রে দেবাংশুর জন্ম সাল হচ্ছে 1996 এবং জন্মতারিখ হচ্ছে পয়লা এপ্রিল। যথারীতি বালির নির্বাচনের তথ্য যাচাইয়ের দিন তিনি কোনোভাবেই 25 বছর হতেন না। 10 এপ্রিল বালিতে চতুর্থ দফার ভোট। আর সেক্ষেত্রে প্রার্থীর তথ্য যাচাইয়ের শেষ দিন হচ্ছে 28 শে মার্চ। যথারীতি 25 বছর পূর্ণ হতে সময় লাগবে আরও তিন দিন। সুতরাং নিয়মের বেড়াজালে পড়ে কাটা পড়ত দেবাংশুর নাম। আর তাই দেবাংশুর এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার কোন সম্ভাবনা কোনদিনই ছিলনা। পাশাপাশি দেবাংশু এদিন ট্রোলারদের উদ্দেশ্যে বলেন, আরও বেশি করে ট্রোল করতে তাঁকে।

কারণ এই ট্রোলগুলি দেবাংশুর জনপ্রিয়তাকে এই কয়েকদিনে আকাশছোঁয়া করে দিয়েছে বলে দাবী করেন দেবাংশু নিজেই। পাশাপাশি দেবাংশু স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রাজনীতিতে তিনি নির্দিষ্ট আদর্শের কারণে এসেছেন এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি একমাত্র নেত্রী বলে মানেন। তাই সবশেষে তাঁর স্বরচিত স্লোগান খেলা হবে বলে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দেন দেবাংশু এদিন। উল্লেখ্য, প্রার্থী তালিকা প্রকাশ হবার পর যেভাবে অন্য নেতা-নেত্রীদের নিয়ে আলোচনা হয়েছে, তার থেকে কিন্তু অনেক গুণ বেশি আলোচনা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে। খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, দেবাংশু এই কদিনে আলাদা উচ্চতায় পৌঁছেছে। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের মুখের ওপর জবাব দিয়ে দেবাংশু যে এখানেও নিজেকে আলাদা করলেন, তা বলাইবাহুল্য।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!