এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির মিছিলে হাঁটার ‘অপরাধে’ সংখ্যালঘু কর্মীকে বেদম মার, ছুরি! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!

বিজেপির মিছিলে হাঁটার ‘অপরাধে’ সংখ্যালঘু কর্মীকে বেদম মার, ছুরি! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার বিজেপির মিছিলে হাটবার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে এক বিজেপি কর্মীকে ছুরি মারার অভিযোগ উঠল। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই বাংলায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা বাড়তে শুরু করেছে।

কোন রাজনৈতিক দলের শক্তি কত বেশি, তা দেখাবার জন্য তৃণমূল থেকে বিজেপি সকলেই উদগ্রীব হয়ে ময়দানে নামতে শুরু করেছেন। আর এবার বিজেপির মিছিলের এক সংখ্যালঘু ব্যক্তির উপস্থিতি এবং সেই ব্যক্তিতে ছুরি দিয়ে মারার অভিযোগ উঠল ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। আর বিজেপির পক্ষ থেকে যখন তৃণমূলের দিকে অভিযোগ তোলা হচ্ছে, তখন অনেকটাই অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস।

জানা গেছে, বুধবার বীরভূম জেলার প্রতিটি থানায় বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। যেখানে ইলামবাজারে এই কর্মসূচি ছিল ভারতীয় জনতা পার্টির। আর এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শীর্ষা গ্রাম পঞ্চায়েতের শোলা গ্রামের বাসিন্দা বিজেপি সমর্থক শেখ মোজাম।

অভিযোগ, বিজেপির মিছিলে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে তৃণমূলের পক্ষ থেকে নানা হুমকি দেওয়া হচ্ছিল। আর বৃহস্পতিবার দুপুরে সেই শেখ মোজাম বাড়ি ফেরার সময় তাকে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক আটকে দেন। আর এর পরেই বিদ্যুতের খুঁটিতে বেঁধে তাকে মারধর করা হয়।

পরবর্তীতে তার ডান হাতে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। আর এরপরই সেই শেখ মোজাম নামে ওই ব্যক্তিকে আহত অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন গ্রামবাসীরা। শুক্রবার তার অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক তরজা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। ইতিমধ্যেই সেই শেখ মোজামের পরিবারের তরফ থেকে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যার জেরে অনেকটাই অস্বস্তিতে পড়েছে শাসকদল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে আহত বিজেপি কর্মীর শেখ মোজামের স্ত্রী জ্যোৎস্না বিবি বলেন, “শুধুমাত্র বিজেপি করার অপরাধে আমার স্বামীর ওপরে তৃণমূলের দুষ্কৃতীরা এভাবে হামলা চালিয়েছে। পুলিশ যেন দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করে।”

একইভাবে এই ব্যাপারে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে ইলামবাজার ব্লক বিজেপির সভাপতি চিত্তরঞ্জন সিংহ বলেন, “আমাদের দলের কর্মসূচিতে বুধবার ওই কর্মী যোগ দিতে এসেছিলেন। তাই তৃণমূলের বাহিনী পরিকল্পনা করে সেই কর্মীর ওপর হামলা চালিয়েছে।”

তবে আহত বিজেপি কর্মীর পরিবার এবং গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই ব্যাপারে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে ইলামবাজার ব্লক তৃণমূল সভাপতি ফজলুর রহমান বলেন, “সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপি কর্মীরা এই কাজ করেছে। এটি সাজানো ঘটনা। পুলিশকে বলব নিরপেক্ষ তদন্ত করতে।” সব মিলিয়ে এবার ভোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!