এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূল-বিজেপিকে জড়িয়ে এবার ‘রাম-হনুমানের’ বিস্ফোরক অভিযোগ আনলেন সূর্যকান্ত মিশ্র

তৃণমূল-বিজেপিকে জড়িয়ে এবার ‘রাম-হনুমানের’ বিস্ফোরক অভিযোগ আনলেন সূর্যকান্ত মিশ্র

একজন রামের নাম নিয়ে বিষ ছড়াচ্ছেন আর অন্যজন হনুমানের নামে বিষ ছড়াচ্ছেন। কিন্তু ওঁরা জানেন না হনুমানের আনুগত্য প্রমাণের গল্পটা। রাম-হনুমান নিয়ে রাজনীতি করে বিজেপি ও তৃণমূল প্রমাণ করে দিয়েছে ওরা একই রাজনীতি করছে।এরকমই তোপ দাগলেন বিজেপি ও তৃণমূলের দিকে এদিন সূর্যকান্ত মিশ্র পুরুলিয়ার বামফ্রন্টের প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভায়।তারপরই শুরু করলেন সেই গল্পটা।রাম একবার সন্দেহ করেছিলেন হনুমানকে। তখন হনুমানকে আনুগত্যের পরীক্ষা দিতে বলা হয়েছিল। হনুমান তা দিয়েওছিলেন। রাম-সীতার সামনে হনুমান বুক চিরে দেখিয়েছিলেন সেখানেও রয়েছেন রাম-সীতা। তেমনই বাংলার যত হনুমান আছে তাঁদের বুক চিরলে দিল্লির রামকে দেখা যাবে। অর্থাৎ তৃণমূলের বুক চিরলে দেখা যাবে বিজেপিকেই।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপর তিনি অভিযোগের সুর চড়া করে জানান যে এখানে যতই লড়াই করুক রাম-হনুমানে, দিল্লিতে কিন্তু উভয়েই এক। হনুমানেরা সে প্রমাণ আগেও দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন এখনও।এদিন সূর্যকান্তবাবু আরো জানান যে বিরোধী হিসাবে বিজেপিকে কিছুতেই দু-নম্বর স্থানে উঠে আসতে দিলে হবে না। নিচুতলার কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,বিরোধী জোট হয়েছে অনেক জায়গাতেই তৃণমূলকে হারাতে। কিন্তু বিরোধী জোট হলে বিজেপিই ইতিবাচক ফল পাবে,এমনটাই বলছে হিসাব। এই সমস্যা দূর করতে উপায় বাতলে দিলেন সূর্যকান্তবাবু। জানান যে, যেখানে বামেরা থাকবে না সেখানে ভোট দিতে হবে অন্য কোনও দল বা নির্দলকে। তৃণমূল বা বিজেপি কাউকেই ভোট দিলে চলবে না। আর এটাও মনে রাখতে হবে যে বামেদের লক্ষ্য শুধু পঞ্চায়েত নির্বাচন নয়,লক্ষ্য শোষণহীন সমাজ কায়েম করা। বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করেই সেটা সম্ভব হবে।তাই তৃণমূল-বিজেপির সঙ্গে কোনও বোঝাপড়ার প্রশ্নই উঠছে না কোনওভাবেই সুবিধা দেওয়া যাবে না বিজেপি ও তৃণমূলকে। ধর্ম নিয়ে রাজনীতি করা এই দলের কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। এদের হিন্দু-মুসলিম ছাড়া আর কোনো ইস্যুই নেই। তৃণমূল ও বিজেপি উভয়েই হল সমাজের পক্ষে ভয়ঙ্কর।এদের থেকে হতে হবে সাবধান। এভাবেই এদিন বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের ঝড় তুললেন সূর্যকান্ত মিশ্র বিষ্ফোরক মন্তব্যের মাধ্যমে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!