এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক বিধানসভা নির্বাচন – কি বলছে এবিপি নিউজের জনমত সমীক্ষা?

কর্ণাটক বিধানসভা নির্বাচন – কি বলছে এবিপি নিউজের জনমত সমীক্ষা?


মাঝে আর মাত্র দুটি দিন, আর তারপরেই দক্ষিণের গুরুত্ত্বপূর্ন রাজ্য কর্নাটকে বিধানসভা নির্বাচন। আর তার আগে রাজনৈতিক মহলে লাখ টাকার প্রশ্ন – কি হবে কর্নাটকে? সিদ্দারামাইয়ার হাত ধরে কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারবে নাকি ইয়েদুরাপ্পার হাত ধরে বিজেপি ক্ষমতায় আসবে। আর নির্বাচনের ঠিক আগেই এবিপি নিউজ সিএসডিএস-লোকনীতিকে সঙ্গী করে একটি প্রাক নির্বাচনী সমীক্ষা প্রকাশ করল। যে সমীক্ষা থেকে, উঠে আসছে কর্নাটকে এবার ত্রিশঙ্কু হতে চলেছে ভোটের ফল। তবে গেরুয়া শিবিরের দাবি, এই সমীক্ষা করা হয়েছে নরেন্দ্র মোদীর কর্নাটকে প্রচারের আগে, ফলে এই সমীক্ষার হিসেব সম্পূর্ণ উল্টে যাবে। অন্যদিকে কংগ্রেস শিবিরের দাবি, এই সমীক্ষা করা হয়েছে সোনিয়া গান্ধী বা মনমোহন সিংহের নির্বাচনী প্রচারের আগে, তাই সরকার তারাই গড়তে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক কি বলছে এবিপি নিউজের সমীক্ষা –

কোন দল কতগুলি আসন পেতে পারে?
কংগ্রেস – ৯২-১০২
বিজেপি – ৭৯-৮৯
জেডিএস – ৩২-৪২

কোন দলের প্রাপ্ত ভোট শতাংশ কত হতে পারে?
কংগ্রেস – ৩৮%
বিজেপি – ৩৩%
জেডিএস – ২২%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!