এখন পড়ছেন
হোম > Uncategorized > করোনা সঙ্কটে কেমন অবস্থায় রয়েছে বাংলার অর্থনীতি? বাধার মধ্যে কতটা ঘুরছে অর্থনীতির চাকা?

করোনা সঙ্কটে কেমন অবস্থায় রয়েছে বাংলার অর্থনীতি? বাধার মধ্যে কতটা ঘুরছে অর্থনীতির চাকা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনে বড়রকম প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। একাধিক রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে করোনার আঘাতে। তবে করোনার সঙ্গে নিরন্তর লড়াই করেও অর্থনীতিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছে পশ্চিমবঙ্গ। দেখা যাচ্ছে জিডিপি বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে এখন দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। উত্তর প্রদেশ, কর্ণাটক, গুজরাটের মতো একাধিক রাজ্যকে অনেকদূর পেছনে ফেলে দিয়েছে বাংলা। বাংলার আগে শুধুমাত্র আছে তামিলনাড়ু।

সম্প্রতি দেশে মোট সাতটি রাজ্য রয়েছে যাদের জিডিপি ১০ লক্ষ কোটি টাকা বা তার বেশি। এই রাজ্যগুলির মধ্যে আছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান ও পশ্চিমবঙ্গ। চলতি অর্থবর্ষে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে শুধুমাত্র জিডিপির বৃদ্ধি ঘটেছে। বাকি রাজ্যগুলিতে জিডিপির হার নেমে গেছে। তামিলনাড়ুতে ২ শতাংশের বেশি বৃদ্ধি, আর পশ্চিমবঙ্গে জিডিপি বৃদ্ধি পেয়েছে ১.২ শতাংশ। অন্যান্য রাজ্যগুলিতে জিডিপির হার নেমে গেছে। সেখানে তা ঋনাত্বক হয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেশের জিডিপি ৭.৭% সংকুচিত। দেশের অর্থনীতি যখন এই অবস্থার মধ্যে, তখন অর্থনীতির চাকাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছে বাংলা। বাংলার এই সাফল্যকে প্রশংসা করেছে নীতি আয়োগ। এ প্রসঙ্গে কেন্দ্রের নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত জানালেন যে, বাংলা, বিহার, ত্রিপুরা, সিকিমের মতো হাতে গোনা কয়েকটি রাজ্য জিডিপি বাড়াতে সক্ষম হয়েছে। গোটা পূর্ব ভারতের মধ্যে বাংলার জিডিপি হলো সর্বোচ্চ। সেখানে জিডিপি যে হারে বেড়েছে তা প্রশংসনীয় বলা যায়।

করোনা সংক্রমণ যখন অর্থনীতিতে বড়সড় ধাক্কা দিয়েছে, সেই অবস্থায় বাংলার অর্থনীতির এই উন্নয়নের প্রশংসা করেছেন একাধিক অর্থনীতিবীদ। এ প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানালেন যে, এটা হল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের স্বীকারোক্তি। বাংলার অর্থনৈতিক বিকাশে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেগুলো সব কিছুই কার্যকরী হয়েছে। বাংলা যেভাবে মানুষের হাতে অর্থ তুলে দিয়েছে, তা অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবার সঠিক পদ্ধতি বলেই মনে করছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!