এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যে যত দ্রুত সম্ভব পুর নির্বাচন করানোর দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিল রাজ্য বিজেপি

রাজ্যে যত দ্রুত সম্ভব পুর নির্বাচন করানোর দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিল রাজ্য বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে করোনা সংক্রমনের কারণে পশ্চিমবঙ্গের ১০৭ টির ও বেশী পুরসভার নির্বাচন স্থগিত রাখা হয়েছে। গত মে, জুন মাসে পশ্চিমবঙ্গের পুরসভা ও পুরনিগমগুলির মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাচন স্থগিত রেখে পুরসভাগুলিতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস নিয়োজিত করা হয়েছে। যেমন গত ৬ ই মে কলকাতা পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাবার পর। বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে কলকাতা পুরসভার পুর প্রশাসনের নেতৃত্বে বসানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। তাঁর নেতৃত্বে ১৪ জন সদস্যের হাতে পুরসভার দায়িত্বভার তুলে দেয়া হয়েছে।

প্রসঙ্গত শাসকদল তৃণমূলের পক্ষ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুরভোট করবার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। যার প্রতিবাদ জানিয়েছিল রাজ্য বিজেপি। এরপর এপ্রিল মাসে পুরভোট করাবার জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করেছিল তৃণমূল। সেসময়েও বিজেপি বিরোধিতা করেছিল। তাদের দাবি ছিল, এসময় বিভিন্ন বোর্ডের পরীক্ষা থাকায় লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। তাই নির্বাচনের প্রচারে অসুবিধায় পড়তে হবে তাদের। এরপর করোনা সংক্রমনের কারণে স্থগিত করে দেয়া হয় পুরভোট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর গত ২২ সে সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রাজ্যে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল যে, কতটা তাড়াতাড়ি সম্ভব কলকাতা পুরনিগম সহ পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা গুলিতে নির্বাচন করানো যাবে? এর পূর্বে হাইকোর্ট থেকেও দ্রুত রাজ্য সরকারকে পুরভোটের ব্যবস্থা করার মতামত দেয়। এবার একাধিক আদালতের মতামতকে তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখল বঙ্গ বিজেপি নেতৃত্ব। আবেদন জানাল রাজ্যে দ্রুত পুরভোটের।

রাজ্যে দ্রুত পুরভোটের দাবি জানিয়ে আদালতে একটি মামলা চলছে। আগামী সোমবার যার শুনানি। সেই আবহে দ্রুত পুরনির্বাচন করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিল রাজ্য বিজেপি। তাদের অভিযোগ তৃণমূল সরকার ক্ষমতার অপব্যবহার করে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। তাদের দাবি, প্রতিবেশী রাজ্য বিহারের বিধানসভা নির্বাচন যদি করোনা সংক্রমন কালেও সম্পন্ন করা যেতে পারে, তবে এ রাজ্যে কেন পুর নির্বাচন সম্পন্ন করা যাবে না?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!