এখন পড়ছেন
হোম > অন্যান্য > বার্সার রাজপুত্রের হাতে রচিত হল জয়ের নতুন ইতিহাস!

বার্সার রাজপুত্রের হাতে রচিত হল জয়ের নতুন ইতিহাস!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মঙ্গলবার বার্সেলোনার হয়ে নিজের ক্যারিয়ার জীবনের সর্বোচ্চ গোলটি জিতে নিয়েছেন লিওনেল মেসি। আর যার জোরে তিনি তাদের ক্লাবের হয়ে সর্বকালের স্কোরিংয়ের মাইলফলকটি ভেঙে দিয়েছেন বলেও জানা গেছে। আর এর ফলে তিনি সর্বকালের সেরা ফুটবল তারকা পেলের রেকর্ডকেও পিছনে ফেলে দিয়েছেন বলেই জানা গেছে।

আর এই জয়ের পর মেসিকে ইনস্টাগ্রামে লিখতে দেখা যায়, তিনি যখন খেলতে শুরু করেন তখন কখনই তিনি ভাবেননি যে তিনি কোনও রেকর্ড ভেঙে ফেলবেন। এমনকি যেখানে তিনি পেলে-এর চেয়ে বেশি পেরিয়ে গিয়েছেন বলে উত্তেজনা প্রকাশ করেছেন তিনি। সেইসঙ্গে মেসি ইনস্টাগ্রামে লেখেন যে, “আমি কেবল যারা এই সমস্ত বছর আমাকে সাহায্য করেছে, আমার সতীর্থ, আমার পরিবার, আমার বন্ধুরা এবং যারা প্রতিদিন আমাকে সমর্থন করে তাদের আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।”

লা লিগায় এদিন মেসি তাঁর ক্যারিয়ারের ৬৪৪তম গোল করেন। যেখানে স্যান্টোসের হয়ে পেলে ৬৪৩টি গোল করেছিলেন। এদিন লা লিগায় সেই রেকর্ড বার্সেলোনার হয়ে ভাঙলেন মেসি। মঙ্গলবার গভীর রাতে ৩-০ গোলে জয়ের সেই ম্যাচে ৬৫ মিনিটে গোল করতে দেখা যায় মেসিকে। আর এই ঘটনার পর মেসিকে অভিনন্দন জানাতে দেখা গেছে ৮০ বছর বয়সি ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবল তারকাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি মেসির উদ্দেশ্যে লেখেন, “হৃদয় যখন ভালবাসায় উপচে পড়ে তখন রাস্তা বদলে ফেলা মুশকিল। তোমার মতো আমিও জানি একই জার্সি দিনের পর দিন গায়ে চাপানোর মধ্যে যে ভাল লাগা, তার অনুভূতি। তোমার মতো আমিও জানি, যে ক্লাবকে নিজের ঘর বলে আমরা মনে করি, সেখানে দীর্ঘ দিন ধরে থাকার অনুভূতি। সেই অনুভূতির চেয়ে ভাল কিছু হয় না”।

সেইসঙ্গে তিনি মেসিকে বার্সাতে থেকে যাওয়ার জন্যও অনুরোধ জানিয়েছিলেন বলেও জানা গেছে। বস্তুত, এই মরসুমে তিনি বার্সার হয়ে খেলবেন কিনা সেই নিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়। তাই মরসুম শেষে মেসি বার্সায় থাকবেন কি না তা এখনও পরিষ্কার নয় বলেই জানা গেছে। তাই মরসুম শেষ হলে তিনি বার্সা ছাড়বেন নাকি এই নতুন রেকর্ড দেখে তিনি নিজের সিদ্ধান্ত বদল করবেন, সেই নিয়ে আপাতত জল্পনা শুরু হয়েছে ফুটবল জগতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!