এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনায় সাধারণের ঘুম উড়লেও জমিয়ে পিকনিক তৃণমূল নেতা-কর্মীদের! স্থানীয়দের বিক্ষোভে উত্তাল!

করোনায় সাধারণের ঘুম উড়লেও জমিয়ে পিকনিক তৃণমূল নেতা-কর্মীদের! স্থানীয়দের বিক্ষোভে উত্তাল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কথায় আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। গোটা রাজ্য জুড়ে যখন করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে, যখন সামাজিক দূরত্ব পালন করার কথা বলা হচ্ছে, ঠিক তখনই সমস্ত নিয়মকে উপেক্ষা করে পিকনিকে মাততে দেখা গেল তৃণমূলের নেতাকর্মীদের। তবে বর্তমান সঙ্কটজনক পরিস্থিতিতে তৃণমূলের নেতাকর্মীরা সেই পিকনিকে অংশগ্রহণ করলেও, সাধারণের বিক্ষোভে রীতিমতো অস্বস্তিতে পড়লেন তারা। কিন্তু কেন হঠাৎ এই সময়কে পিকনিক হিসেবে বেছে নিলেন শাসক দলের নেতারা?

জানা যাচ্ছে, লকডাউনের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল বিভূতিভূষণ অভয়ারণ্য। রবিবার সকালে বনভূমি কর্মাধ্যক্ষ অরূপ পাল, জেলা পরিষদের সদস্য পরিতোষ সাহা, রাম বোস সহ বাগদার একাধিক তৃণমূলের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করে। আর এর পরেই সাধারণ বাসিন্দাদের নজরে আসে যে, সেই অভয়ারণ্যের ভেতরে পিকনিক চলছে। সরকারের পক্ষ থেকে যখন সামাজিক দূরত্ব পালন করার কথা বলা হচ্ছে, তখন তৃণমূল নেতারা কেন অভয়ারণ্যের প্রবেশ করে সেখানে পিকনিক করছেন এবং উৎসবের মেজাজে মাতছেন, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে সেই অভয়ারণ্যের গেটের বাইরে বিক্ষোভ শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই খবর পাওয়ার সাথে সাথে সেখানে উপস্থিত হন বিজেপি নেতা কর্মীরাও। যার ফলে রীতিমতো অস্বস্তিতে পড়ে অভয়ারণ্যের ভেতরে থাকা পিকনিকে মাতা তৃনমূলের নেতাকর্মীরা। কেন তারা পিকনিক করছেন? এটা কি পিকনিক করার সময়? এদিন এই প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, “আমপানে বহু গাছ নষ্ট হয়ে গিয়েছে। সেই গাছের বিষয়ে আলোচনা করতেই আমরা অভয়ারণ্যে গিয়েছিলাম।” তাহলে কি সাধারণ বাসিন্দারা ভুল দেখলেন? কি করে তৃণমূলের নেতারা এই অভয়ারণ্যে ঢোকার অনুমতি পেল?

এদিন এই প্রসঙ্গে বিভূতিভূষণ অভয়ারণ্যের বিট অফিসার সুপ্রিয় চক্রবর্তী বলেন, “বনভূমি কর্মাধ্যক্ষকে একটি চিঠি পাঠিয়েছিলাম গাছ লাগানোর বিষয় নিয়ে। তিনি সেই আলোচনা করতেই বেশ কয়েকজনকে নিয়ে এসেছিলেন বলে জানি। পিকনিকের কথা জানা নেই।” তবে প্রশাসনিক কর্তা থেকে শুরু করে তৃণমূল নেতারা অভয়ারণ্যে প্রবেশ করার অন্য কারণ বললেও, বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার তীব্র প্রতিবাদ করা হচ্ছে।

তাদের দাবি, আমপান ও রেশনের কাটমানির ঢাকায় এখন পিকনিক করছেন তৃণমূলের নেতারা। তবে যদি সত্যি সত্যিই স্থানীয় বাসিন্দা এবং বিজেপির অভিযোগ সত্যি হয়, যদি সত্যিই অভয়ারণ্যে পিকনিক করে থাকেন তৃণমূলের নেতাকর্মীরা, তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ বর্তমান সময়ে মানুষ প্রবল সঙ্কটে রয়েছে। আর সেই সময় মানুষের পাশে দাঁড়ানো অপেক্ষা নিজেদের এই আনন্দ উৎসব পালন শাসক দলকে অনেকটাই কোণঠাসা করে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!