এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বিশিষ্ট অধ্যাপক, শোকের ছায়া শিক্ষামহলে

করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বিশিষ্ট অধ্যাপক, শোকের ছায়া শিক্ষামহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে তীব্রভাবে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু ঘটেছে ৬৮ জন মানুষের। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন বিকাশ রায়ের। বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

মালদহ জেলার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন ছিলেন বিকাশ রায়। তিনি বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন। অধ্যাপক হিসেবে তাঁর যথেষ্ট সুখ্যাতি ছিল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষা মহলে। বেশ কিছুদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হয়ে মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদহের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় মালদহে করোনা সংক্রমিত হয়েছেন ৬৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু ঘটেছে করোনায়। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৪০৬১ জন। উত্তরবঙ্গের দার্জিলিং জেলাকে নিয়েও বাড়ছে উদ্বেগ। দার্জিলিং জেলায় গত ২৪ ঘণ্টায় ৩০১ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, ২জন মানুষের মৃত্যু ঘটেছে। এই জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২০৪২ জন।

এদিকে করোনা ব্যাপকভাবে সাড়া বিস্তার করেছে কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলায়। গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনায় ৩৪২২ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, ১১ জনের মৃত্যু ঘটেছে। এই জেলার বরানগরে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্নো মিত্র করোনা আক্রান্ত হয়েছেন।

এই পরিস্থিতিতে আজ থেকে দুপুর ২ টার পর বরানগরের সমস্ত দোকান, বাজার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলো প্রশাসন। সকাল ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত বরানগরের বাজার, দোকানপাট খোলা থাকবে, তারপর সমস্ত কিছু বন্ধ করে দেয়া হবে। করোনা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধির কারণে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর থানা, বরানগর পুরসভার যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!