এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking পদত্যাগ করলেন হেভিওয়েট তৃণমূল নেতা, বিজেপি যোগের জল্পনা!

Big Breaking পদত্যাগ করলেন হেভিওয়েট তৃণমূল নেতা, বিজেপি যোগের জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অমিত শাহ রাজ্যে আসার পর থেকেই তৃণমূলের ভাঙ্গন আরও প্রবলভাবে বাড়তে শুরু করেছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর বিভিন্ন জেলায় তৃণমূলের ভাঙ্গন শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের অস্বস্তিকে বাড়িয়ে দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগ করলেন গারুলিয়া শহর তৃণমূলের কার্যকরী সভাপতি পঙ্কজ দাস।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের অন্দরমহলে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে এই নেতা কেন পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন! এখন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। বিশেষ সূত্র মারফত খবর, এদিন গারুলিয়া শহর তৃণমূলের কার্যকরী সভাপতি পঙ্কজ দাস দলের অনেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে এই অভিযোগ তুলে নিজের পদ থেকে পদত্যাগ করেছেন।

তবে পঙ্কজবাবু নিজের পদ ছাড়ার সাথে সাথেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যদিও বা দলের অনেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে এবং দলকে জানিয়েও তা লাভ হয়নি বলে অভিযোগ করতে দেখা গেছে তাকে। কিন্তু তা সত্ত্বেও তিনি তৃণমূল কংগ্রেসের পদ ছেড়ে দেওয়ার পর দলে থাকবেন, নাকি দলত্যাগের মতো সিদ্ধান্ত নেবেন, এখন তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।

একাংশের দাবি, খুব দ্রুত হয়ত বা বিজেপিতে যোগ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারেন পঙ্কজবাবু। বিশ্লেষকরা বলছেন, যত দিন যাচ্ছে, ততই তৃণমূলের অস্বস্তি এই ভাঙ্গনকে কেন্দ্র করে বাড়তে শুরু করেছে। উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। কিন্তু সেখানেও গারুলিয়া শহরে তৃণমূলের হেভিওয়েট নেতা যেভাবে পদ ছাড়ার কথা জানিয়ে দিলেন, তাতে জোড়ালো অস্বস্তি তৈরি হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরমহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিজেপির পক্ষ থেকে প্রতি মুহূর্তে দাবি করা হচ্ছে, তৃণমূলের প্রচুর নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনকি অমিত শাহ রাজ্যে আসার পর শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক বিজেপি বিধায়ক এবং সাংসদের গেরুয়া শিবিরে নাম লেখানোতেই তা পরিষ্কার হয়ে গিয়েছিল। আর এই পরিস্থিতিতে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেল গারুলিয়ার তৃণমূল নেতা পঙ্কজ দাসকে। যেখানে দলের অনেক নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ করতে দেখা গেল তাকে।

পাশাপাশি দল এই ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই যে তিনি পদ ছাড়ার মত সিদ্ধান্ত নিলেন, তা জানিয়ে দিয়েছেন পঙ্কজবাবু। তবে গারুলিয়া শহর তৃণমূলের কার্যকরী সভাপতি পদ ছেড়ে দেওয়ার কথা পঙ্কজবাবু জানিয়ে দিলেও, তিনি দল ছাড়ার মত সিদ্ধান্ত নেন কিনা, সেদিকে নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের। যদি তিনি এবার দলত্যাগের মত সিদ্ধান্ত নেন, তাহলে তার পরবর্তী রাজনৈতিক অবস্থান কী হবে, সেদিকেই নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!