এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > এগড়ায় করোনা আক্রান্তের খবর মিলতেই আতঙ্কে প্রচুর মানুষ! জোর চাঞ্চল্য!

এগড়ায় করোনা আক্রান্তের খবর মিলতেই আতঙ্কে প্রচুর মানুষ! জোর চাঞ্চল্য!


সম্প্রতি এক চিকিৎসকের স্ত্রী এবং তার পিসিমা করোনা আক্রান্ত বলে রিপোর্ট পাওয়া গেছে। আর এরপরই 15 দিন আগে তার ছেলের বৌভাতে আমন্ত্রিত ব্যক্তিরা ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েছেন। বিয়েতে গৃহকর্ত্রীর সংস্পর্শে আসা প্রচুর মানুষের শরীরে এখন করোনা ভাইরাস ভাষা বাধছে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছে প্রত্যেকেই। জানা গেছে, এই বৌভাতের অনুষ্ঠানে এগরা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান ভাইস চেয়ারম্যান সহ অনেক বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন। ফলে পজেটিভ আক্রান্তের খবর আসতেই এই সমস্ত মানুষরা প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এগড়ার দীঘা মোড় এলাকার বাসিন্দা তথা চিকিৎসক শুভাশিস মাইতির ছেলের গত 13 মার্চ বিবাহ অনুষ্ঠান ছিল। যেখানে প্রচুর মানুষ বিদেশ থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আর এরপরই গত 18 তারিখ দীঘায় বেড়াতে গিয়ে ওই চিকিৎসকের এক আত্মীয় অসুস্থ হয়ে পড়লে, তিনি এগড়ায় ফিরে আসার সাথে সাথেই শুভাশিসবাবুর বন্ধু জ্যোতির্ময় মিশ্রর চেম্বারে তাকে নিয়ে যাওয়া হয়। আর তারপরই সেই ব্যক্তিকে পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই খবর পাওয়ার সাথে সাথেই রীতিমতো সেই বিয়ে বাড়িতে উপস্থিত থাকা প্রত্যেকের মনে তৈরি হয়েছে আতঙ্ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি সেই চিকিৎসক জ্যোতির্ময় মিশ্রের মনেও মৃদু আতঙ্ক বাসা বেধেছে। কেননা এই ব্যক্তিকে দেখার সময় জ্যোতির্ময়বাবু আরও অনেক রোগী দেখেছেন। ফলে তাদের মধ্যে সেই করোনা বাসা বাঁধতে পারে বলে দাবি করছেন একাংশ। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে এই চিকিৎসকের বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠানে প্রচুর মানুষ এবং বিশেষত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তাতে এখান থেকে এক ব্যক্তির করোনা হওয়ায়, প্রত্যেকের মধ্যে আতঙ্ক হওয়াই স্বাভাবিক। এখন তারা প্রত্যেকেই তাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ফলে এখন অন্যদের মধ্যেও সেই সংক্রমণ ছড়িয়ে পড়ে কিনা, তার দিকেই নজর থাকবে প্রত্যেকের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!