এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > লকডাউনের মাঝে আবেদনকারীদেরও রেশন দেওয়ার সিদ্ধান্ত, খুশির হাওয়া রাজ্যে!

লকডাউনের মাঝে আবেদনকারীদেরও রেশন দেওয়ার সিদ্ধান্ত, খুশির হাওয়া রাজ্যে!


করোনা ভাইরাসকে আটকাতে দেশ এবং রাজ্যজুড়ে লকডাউন চলছে। তবে তা সত্ত্বেও অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য কিছু কিছু ক্ষেত্র খোলা রাখা হয়েছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন রেশন দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আর এহেন একটা পরিস্থিতিতে রেশন কার্ডের আবেদনকারীদেরও রেশন দেওয়ার সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সূত্রের খবর, রবিবার দুপুরে বর্ধমান জেলাশাসকের অফিসে একটি প্রশাসনিক বৈঠক ডাকা হয়।

সেখানেই জেলার তেইশটি বিডিও অফিসের সঙ্গে ভিডিও কনফারেন্স করে কোথায় কি সমস্যা, তা জানতে চাওয়া হয়। আর এরপরই রেশন দেওয়া নিয়ে সুখবর শোনান বৈঠকে উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন তিনি বলেন, “বহু মানুষ আবেদন করেছিলেন। তাদের অনেকের ফাইনাল লিস্টের নাম উঠে গিয়েছে। কিন্তু হাতে রেশন কার্ড পাননি। এই সময় তাদের যাতে অসুবিধা না হয়, তার জন্য সকলকে রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিড় এড়াতে জেলার সমস্ত রেশন দোকানকে এখন রোজ এবং সারাদিন খুলে রাখতে বলা হয়েছে। কেউ তা অমান্য করলে প্রশাসন ব্যবস্থা নেবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর রেশন কার্ড হাতে না পেলেও, দুর্দিনে মন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা শুনতে পাওয়ায় এখন খুশি প্রত্যেকেই। এদিন ভাটা মালিকদের উদ্দেশ্যেও বেশ কিছু নির্দেশ দেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, “জেলার ইটভাটা মালিকদের বলা হয়েছে, তাদের শ্রমিকদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। অনেকেই ভিন রাজ্যে কাজ করেন। প্রতিটি বিডিও অফিস থেকে তাদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। সেই তালিকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। জেলার প্রতি বিধানসভায় 14 জন তৃণমূল বিধায়ককে করোনা মোকাবিলায় তহবিল থেকে অনুদান দিতে বলা হয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে রাজনীতি ছেড়ে সকল মানুষ সকলের পাশে দাঁড়াচ্ছেন। তাই সেদিক থেকে জনপ্রতিনিধি হয়ে স্বপন দেবনাথ প্রশাসনিক বৈঠক করে সাধারণ মানুষের পাশে থাকার যে পদ্ধতি অবলম্বন করছেন, তাকে স্বাগত জানাচ্ছেন প্রত্যেকেই। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা চালু থাকলেও, অনেক ক্ষেত্রেই ভিড়, জমায়েত না করার কারণে সমস্যা হচ্ছে অনেকের। তাই এই পরিস্থিতিতে যাদের রেশন কার্ড হয়ে গেছে, কিন্তু অথচ রেশন কার্ড হাতে পাননি, তারা যাতে রেশন পান, তার জন্য জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!