এখন পড়ছেন
হোম > রাজ্য > লকডাউনের পরে কোথায় যাবে ভারত! চিন্তায় সকলেই

লকডাউনের পরে কোথায় যাবে ভারত! চিন্তায় সকলেই


করোনা ভাইরাস ভারতবর্ষকে বড়সড় শিক্ষা দিয়ে যাচ্ছে।‌ ইতিমধ্যেই দেশজুড়ে 21 দিন লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনেকে বলছেন, 21 দিন নয়, করোনা ভাইরাসকে আটকাতে হলে এই লকডাউন দীর্ঘায়িত করা দরকার। কিন্তু এই লকডাউনের ফলে গোটা দেশ গৃহবন্দী হয়ে যাওয়ায়, রীতিমতো আর্থিক মন্দার মুখে পড়তে পারে ভারতবর্ষ বলে মনে করা হচ্ছে। ফলে লকডাউন কতদিন চলবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনো বার্তা পাওয়া না গেলেও, লকডাউনের পরে ভারত কোথায় যাবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, ভারতের জিডিপি বৃদ্ধির হার ইতিমধ্যেই দুই শতাংশের নীচে চলে যেতে পারে বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, এই লকডাউনের ফলে ভারতের প্রায় 9 লক্ষ কোটি টাকা আর্থিক লেনদেন লোকসানের মুখে পড়বে। যার ফলে সামনের দিনে ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে বলে আশঙ্কা সকলের। কেননা এই লকডাউন শেষ হয়ে যাওয়ার পর যে বিপুল আর্থিক মন্দা শুরু হবে, তাতে বিভিন্ন জায়গায় কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, এক্ষেত্রে তো বিদেশী সংস্থাগুলো আছে। তারা লগ্নি করার ক্ষেত্রে ভারতের পাশে এসে দাঁড়াবে। আর এখানেই প্রশ্ন, বিদেশেও তো এই করোনা ভাইরাস প্রবেশ করেছে। ফলে সেই দেশগুলো যে ক্ষতির মুখে পড়েছে, তারা সেখান থেকে কতটা দূরে দাঁড়িয়ে ভারতকে সহযোগিতা করবে, তা নিয়ে সংশয় রয়েছে নিশ্চয়ই। আর যদি এই লকডাউন থেকে বেরিয়ে যাওয়ার পর ভারতবর্ষ একবার আর্থিক মন্দার মুখে পড়ে, তাহলে যে কর্মীরা ছাঁটাই হতে শুরু করবেন, তাদের ভবিষ্যত কী হবে তা জানেন না কেউ।

তবে এই সময় অবশ্য এই সমস্ত কিছু ভাবার সময় নেই ভারত সরকারের। তাদের একটাই লক্ষ্য, করোনা ভাইরাসকে আটকানো। আর কোনোমতেই ভারত যাতে তৃতীয় ধাপ অতিক্রম না করে, তার চেষ্টা করছেন সকলেই। আর তাই যত দিন যাচ্ছে, ততই কড়া হচ্ছে লকডাউন। কিন্তু দিনের শেষে বিশ্লেষকরা বলছেন, ইউরোপ বা ইতালির মতো পরিস্থিতি এখনও ভারতবর্ষের হয়নি। তাই এই লকডাউনের ফলে করোনা ভাইরাস সামলে নেওয়া গেলেও, পরবর্তীতে বীভৎস অর্থনীতির যে মন্দা রূপ দেশের মানুষের কাছে এসে পড়বে, তা কিভাবে সামলানো যাবে, তাই প্রধান এবং প্রথম প্রশ্ন হয়ে উঠছে সকলের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!