এখন পড়ছেন
হোম > জাতীয় > স্ত্রীকে খুন করার থেকে তালাক দেওয়া ভালো,সংখ্যালঘু সেল প্রধানের যুক্তি শুনলে চোখ কপালে উঠবে

স্ত্রীকে খুন করার থেকে তালাক দেওয়া ভালো,সংখ্যালঘু সেল প্রধানের যুক্তি শুনলে চোখ কপালে উঠবে


সম্প্রতি যে ‘তিন তালাক’ ভারত থেকে বিদায় নিয়েছে সুপ্রিমকোর্টের রায়ে,সেটা নিয়েই মন্তব্য করে বিতর্কে জড়ালেন সমাজবাদী পার্টির সংখ্যালঘু সেলের প্রধান রিয়াজ আহমেদ। বরেলির এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ ব্যাপারেই বক্তব্য রাখতে দেখা গেলো তাঁকে । কার্যত তিন তালাক প্রথা সমর্থন করেই প্রশ্ন তুললেন, যদি কারোর স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে যুক্ত হয়,তবে সেই স্বামীকে কী করা উচিৎ? জবাবে তিনি নিজেই জানালেন হয় খুন করতে হবে,নয়তো তাঁকে তালাক দিতে হবে। তাঁর কাছে তালাকপ্রথাটাই সবথেকে গ্রহণযোগ্য লাগে।

এছাড়া তিনি মুসলিম মহিলাদের সংরক্ষণ ইস্যু নিয়েও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হলেন এদিন। জানালেন,মুসলিম মহিলাদের জন্য ৮% সংরক্ষণ জরুরি। বিজেপি সরকার যদি সত্যি মুসলিম মহিলাদের উন্নয়ণ চান,তবে আগে ‘তিন তালাক’ বন্ধ করার পরিবর্তে ৮% সংরক্ষণ আইন তৈরি করুক আগে। তাঁর বক্তব্যে স্পষ্ট বোঝাই যাচ্ছে তিনি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় নিয়মটি কেন্দ্রীয় সরকার আইন করে বন্ধ করায় ভীষণ অসন্তুষ্ট  এবং দাবীতে তিনি এটাও জানান, মুসলিমদের থেকে হিন্দুরাই নাকি বেশি বিবাহবিচ্ছেদ করে।

উল্লেখ্য, বরেলিতেই তিন তালাকের বিরোধীতায় মামলাকারী নিদা খানের বিরুদ্ধে একাধিক মামলা জারি করতে দেখা গেছে সেখানকার মৌলবীকে। জানা গেছে নিদা সাহেবকে সমাজে একঘরে করে রাখা থেকে শুরু করে চুল কেটে দিতে পারলে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এরপরই রিয়াজ খানের ‘তিল তালাক’ বিরোধী মন্তব্যকে ঘিরে বিতর্ক চরমে উঠছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!