এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > NEET-JEE-তে ছাত্রছাত্রীদের কেন্দ্রে পৌঁছাতে মমতার সরকার না পারলে দায়িত্ব নেবে বিজেপি নেতারা?

NEET-JEE-তে ছাত্রছাত্রীদের কেন্দ্রে পৌঁছাতে মমতার সরকার না পারলে দায়িত্ব নেবে বিজেপি নেতারা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফিবছর সাধারণত এপ্রিল-মে মাসে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বা নিট ইউজি পরীক্ষার আয়োজন করে থাকে কেন্দ্রীয় সরকার। কিন্তু চলতি বছর দেশে ভয়াবহ সংক্রমণের কারণে এপ্রিল-মে মাসে বদলে গত জুলাই মাসে এই পরীক্ষা গুলি নেয়া হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। কিন্তু সেসময়ও করোনা সংক্রমনের কোন উন্নতি দেখা যাওয়ায় স্থির হয় এই পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসে নেওয়া হবে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কেন্দ্রীয় সরকার আগামী সেপ্টেম্বর মাসের ১ থেকে ৬ তারিখের মধ্যে ইঞ্জিনিয়ারিং এবং ১৩ তারিখ নিট ইউজি পরীক্ষার সূচি ঘোষণা করে।

কিন্তু দেশে করোনা সংক্রমণ কোনোভাবেই থামাবার লক্ষণ দেখা দিচ্ছে না, বরং বেড়েই চলেছে করোনার সংক্রমণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জয়েন এন্ট্রান্স পরীক্ষা নেওয়া কতটা যৌক্তিক হবে তা নিয়ে বিভিন্ন বিরোধীদল প্রশ্ন তুলেছিল। গত সপ্তাহের বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও ৬ জন অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী এই পরীক্ষা স্থগিত রাখার জন্য প্রথমে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন। আবেদনে সাড়া না দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা।

এদিকে মুখ্যমন্ত্রী এই পরীক্ষাগুলি পিছিয়ে দেবার দাবি জানিয়ে বারবার কেন্দ্রকে বিধছেন। কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে, পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে তিনি বলেছেন যে, রাজ্যের এমন করোনার আবহে কোনভাবেই পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে পৌছাতে পারবেন না। আর এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

মুখ্যমন্ত্রীর উদ্দাম কেন্দ্র বিরোধিতা কে কটাক্ষ করে অর্জুন সিং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন, ” মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কিছুতেই বিরোধিতা। সুপ্রিম কোর্ট কিছু বললে তিনি তা মানবেন না, হাই কোর্ট কিছু বললেও মানবেন না। পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে সরকার গাড়ির ব্যবস্থা করুক, তা না হলে বিজেপি এই দায়িত্ব নিচ্ছে। সব পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।”

অন্যদিকে গতকাল শিলিগুড়িতে একটি বিশেষ রাজনৈতিক সভামঞ্চে থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বিষয়ে মুখ্যমন্ত্রীর কেন্দ্র বিরোধীতাকে কটাক্ষ করে বিজেপির কেন্দ্রীয় নেতা সেইসঙ্গে রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বললেন , ” মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। তাঁর উচিত লকডাউন প্রত্যাহার করে সমস্ত ছাত্রছাত্রীকে প্রবেশিকা পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া। রাজনীতি করতে গিয়ে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার তাঁর নেই। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরই বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছেন। রাজ্যসরকার কে কাঠগড়ায় তুলে তিনি জানিয়েছেন, রাজ্যের ৩০% সংখ্যালঘু নাগরিকের জন্যই সরকার সমস্ত রকম কাজ করে থাকে, বাদবাকি ৭০ % নাগরিকদের নিয়ে সরকারের মাথা ব্যাথা নেই।

রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তিনি বলেছেন যে, বর্তমানে পশ্চিমবঙ্গে শাক সবজির ব্যাপক মূল্য বৃদ্ধির জন্য এই সরকারই দায়ী। সরকারকে অভিযোগ জানিয়ে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের কৃষকেরা শাক সবজির প্রকৃত যে পান না, যার পেছনে রয়েছে সরকারের ব্যর্থতা। তাঁর অভিযোগ, সরকার আশ্রিত মধ্যস্বত্বভোগীরা লাভের লাভের টাকা সর্বনাশ মেরে দিয়ে সর্বনাশ করছে কৃষকদের।

প্রসঙ্গত, তিনি আরো জানান যে, কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য যে যোজনার ব্যবস্থা করেছে। তাতে পশ্চিমবঙ্গের মোট ২১ লক্ষ কৃষক আবেদন জানিয়েছিলেন। তাদের সেই আবেদন রাজ্যে সরকার লাল ফিতের বাঁধনে মুড়ে রেখেছে। এর কারণেই রাজ্যের কৃষকেরা কেন্দ্রের দেওয়া প্রায় ১৫ হাজার কোটি টাকার সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!