এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রভাবশালী তৃনমূল নেতার গায়ে হাত পড়তেই “গনপিটুনিতে” মারা গেলেন মৃৎশিল্পী! অস্বস্তিতে শাসকদল

প্রভাবশালী তৃনমূল নেতার গায়ে হাত পড়তেই “গনপিটুনিতে” মারা গেলেন মৃৎশিল্পী! অস্বস্তিতে শাসকদল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে নানা তুলতে শুরু করেছে। এবার তৃণমূল নেতার গায়ে হাত তোলার অভিযোগে গনপিটুনিতে মারা গেলেন এক মৃৎশিল্পী। আর এর পরেই সেই মৃত শিল্পীর রবিন পালের একটি কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যাকে কেন্দ্র করে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, রাস্তার ধারে কাঁচা নালার যে কাজ শুরু হয়েছে, আর তার পাশেই রবিন পালের কারখানা। যে জমিতে এই কাজ শুরু হয়েছিল, তা নিয়ে রবিনবাবু আপত্তি জানাতে শুরু করেন। অভিযোগ, সেই সময়েই তৃনমূলের স্থানীয় সহকারী বুথ সভাপতি বাদল পাত্র হাসুয়ার কোপে আহত হন। আর এরপরই পাল্টা লাঠি, কাঠ দিয়ে মারধর করেন রবীন পালকে।

পরবর্তীতে তাকে স্থানীয় মন্দিরে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে জল দিতে বাধা দেওয়া হয়। আর এরপরই দুপুর সাড়ে বারোটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে নিহতের পরিবারের পক্ষ থেকে রবিন পালের মৃত্যুর বিষয়ে তৃনমূলকে দায়ী করা হয়। এই ব্যাপারে দানু পাল বলেন, “দাদা কাজ করছিল। তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা জোর করে দাদার জায়গায় ঢুকে গাছ কাটতে যায়। বাধা দিলে মারধর করতে শুরু করে। ভাইঝি দাদাকে জল দিতে গেলেও দিতে দেয়নি। আমার তেমন আয় নেই। ওদের কি হবে ভাবতে পারছি না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে রবিন পালের মৃত্যুর ব্যাপারে উস্মা প্রকাশ করেছেন অনন্ত পাল। এদিন তিনি বলেন, “নিষ্ঠুর ভাবে একদল লোক রবিনকে খুন করল। নাবালিকা দুই মেয়ের ভবিষ্যত যে কি হবে, আমরা ভাবতে পারছি না। যারা খুন করছে, তাদের শাস্তি হোক।” বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই তৃণমূলের নানা নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কোথাও দুর্নীতি আবার কোথাও বা অপরাধমূলক কাজের জন্য অস্বস্তি বাডছে শাসকদলের।

আর এমত পরিস্থিতিতে এক সাধারণ মৃৎশিল্পীর মৃত্যুর কারনে যেভাবে তৃনমূল নেতা অভিযুক্ত হলেন, তাতে ঘাসফুল শিবিরের অস্বস্তি আরও বাড়ল বলেই মত বিশেষজ্ঞদের। এখন এভাবেই যদি বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে তাহলে তা ভবিষ্যতে শাসকদলের ক্ষেত্রে অত্যন্ত বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবে।

যেভাবে সামান্য এক মৃৎশিল্পীর সঙ্গে গন্ডগোলের জন্য তাকে হাসুয়া দিয়ে আঘাত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হল বলে অভিযোগ উঠেছে, তাতে অভিযুক্ত তৃণমূল নেতা এই ব্যাপারে কি বিবৃতি দেন, তার দিকে অবশ্যই নজর থাকবে সকলের। তবে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দল যে শাসকদলের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করবে, তা বলার অপেক্ষা রাখে না‌। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!