এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যসভায় প্রার্থী দিয়ে এই বিষয়ে ফয়সালা করতে চায় বিজেপি, চূড়ান্ত কৌশলে গেরুয়া শিবির!

রাজ্যসভায় প্রার্থী দিয়ে এই বিষয়ে ফয়সালা করতে চায় বিজেপি, চূড়ান্ত কৌশলে গেরুয়া শিবির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া রাজ্যসভার শূন্য আসনে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। আগামী আগস্ট মাসের 9 তারিখে সেই নির্বাচন হবে। ইতিমধ্যেই বিজেপিকে চাপে ফেলতে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে প্রসার ভারতী প্রাক্তন অধিকর্তা জহর সরকারকে। যিনি নরেন্দ্র মোদির অত্যন্ত বিরোধী বলেই পরিচিত। সেদিক থেকে থেকে এই ব্যক্তির রাজ্যসভায় যাওয়ার একপ্রকার পাকা বললেই চলে। তবে তা সত্ত্বেও তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার রাজ্যসভায় প্রার্থী দিতে চলেছে ভারতীয় জনতা পার্টি বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

এক্ষেত্রে দুটি বিষয়কে মাথায় রেখে বিজেপির এই কৌশল বলে মনে করছেন একাংশ। একদিকে বিজেপির টিকিটে জয়লাভ করে বর্তমানে তৃণমূলে যোগ দেওয়া মুকুলবাবুকে চাপে ফেলা এবং অন্যদিকে শাসকদলের বিরুদ্ধে এক ইঞ্চিও জায়গা ছাড়া হবে না, সেই বিষয়টি স্পষ্ট করতেই বিজেপির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।‌প্রসঙ্গত উল্লেখ্য, 2021 এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটের জয়লাভ করেন মুকুল রায়। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর তারপর থেকেই দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার দাবি জানাতে শুরু করে ভারতীয় জনতা পার্টি।

পরবর্তীতে মুকুলবাবু পিএসির চেয়ারম্যান হলে কি করে তিনি দলবদল করে এই গুরুত্বপূর্ণ পদ পান, তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেয় ভারতীয় জনতা পার্টি। যদিও বা “মুকুল রায় বিজেপি পার্টির মেম্বার” বলে কৌশলগত মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে রাজ্যসভার নির্বাচন হলে সেখানে মুকুল রায় কাকে ভোট দেন, তার দিকে নজর দিয়েই বিজেপির পক্ষ থেকে পরাজয় নিশ্চিত জেনেও, এই রাজ্যসভার আসনে প্রার্থী দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি 77 টি আসন পাওয়া ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে একচুল জায়গা ছাড়তে চায় না। আর সেই কারণেই তৃণমূলের বিরুদ্ধে নিজেদের বিরোধিতা জিইয়ে রাখতে রাজ্যসভার আসনে প্রার্থী দিতে পারে বলে জল্পনা ছড়িয়ে পড়েছে। যদিও বা এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, এক্ষেত্রে মুকুল রায় বিধায়ক হিসেবে কোন দিকে ভোট দিচ্ছেন, তা দেখে নিয়েই তার বিরুদ্ধে আগামীদিনে সরব হতে পারে ভারতীয় জনতা পার্টি। আর সেই কারণেই তাদের রাজ্যসভায় প্রার্থী দেওয়ার এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা মমতা বন্দোপাধ্যায় নিজের হাতে মুকুল রায়কে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর পরেও তার বিধায়ক পদ যাতে খারিজ করা সম্ভব না হয়, তার জন্য “তিনি বিজেপি পার্টি মেম্বার” বলে মন্তব্য করেছেন। তাই সত্যি সত্যিই মুকুল রায় বিজেপি পার্টি মেম্বার কিনা, তা দেখে নেওয়ার জন্য তিনি তৃণমূলের প্রার্থী, নাকি বিজেপির প্রার্থীকে ভোট দেন, তা পরখ করে নিতে চাইছে ভারতীয় জনতা পার্টি।

সেক্ষেত্রে মুকুল রায় যে তৃণমূল প্রার্থীকে ভোট দেবেন, তা একপ্রকার নিশ্চিত। আর যদি তিনি তা করেন, তাহলে সেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে আবার আইনি পথে হাঁটতে পারে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ মুকুল রায়কে নিয়ে তৃণমূলকে চাপে ফেলতে যে বিজেপি সব রকম কৌশল প্রয়োগ করতে প্রস্তুত এবং আগামী দিনে যাতে কেউ দল ভাঙ্গানোর সাহস না দেখায়, তার জন্যই গেরুয়া শিবিরের এই পরিকল্পনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে এবং মুকুল রায়কে চাপে রাখতে বিজেপির পক্ষ থেকে রাজ্যসভার আসনে কাকে প্রার্থী করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!