এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “রাজ্যে জঙ্গলের রাজত্ব, তাণ্ডব চলছে” মনোনয়নের পরবর্তী পরিস্থিতি নিয়ে সোচ্চার শুভেন্দু!

“রাজ্যে জঙ্গলের রাজত্ব, তাণ্ডব চলছে” মনোনয়নের পরবর্তী পরিস্থিতি নিয়ে সোচ্চার শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের চোখে চোখ রেখে হামলা সত্ত্বেও এবার বেশ কিছু জায়গায় মনোনয়ন পত্র দাখিল করে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে বিরোধীরা। তবে প্রথম দিন থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন, বিরোধীরা মনোনয়ন জমা দিলেও তাদেরকে জোর করে হুমকি দিয়ে সেই মনোনয়নপত্র প্রত্যাহার করানোর চেষ্টা করবে রাজ্যের শাসক দল। আর এই পরিস্থিতিতে মনোনয়ন প্রত্যাহার করতে গোটা রাজ্যে তান্ডব চালানো হচ্ছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। তার অভিযোগ, ডায়মন্ডহারবার থেকে শুরু করে ঝড়খালি, বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, “গোটা রাজ্যে তান্ডব চলছে। জঙ্গলের রাজত্ব চলছে। ডায়মন্ডহারবার থেকে শুরু করে ঝড়খালির মত অনেক জায়গাতে বিজেপি প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে। অনেক জায়গায় তারা আক্রান্ত হচ্ছেন। অনেক জায়গায় জোর করে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করানোর জন্য চাপ দেওয়া হয়েছে।”

বলা বাহুল্য, নির্বাচনের মনোনয়ন পর্বের প্রথম দিন থেকেই উত্তপ্ত হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। তবে বিরোধীরা তা সত্ত্বেও নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছে। কিন্তু এবার বিভিন্ন জায়গাতে সেই বিরোধী প্রার্থীদের ওপর চাপ দিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করানোর চেষ্টা করছে শাসকদল বলেই অভিযোগ বিরোধী দলনেতার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!