এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “যদি এখনই কেন্দ্রীয় বাহিনী না আসে….” মারাত্মক কথা বলে আশঙ্কা বাড়ালেন শুভেন্দু!

“যদি এখনই কেন্দ্রীয় বাহিনী না আসে….” মারাত্মক কথা বলে আশঙ্কা বাড়ালেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে প্রথম থেকেই আওয়াজ তুলেছে বিরোধীরা। ইতিমধ্যেই আদালতের পক্ষ থেকে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। যেভাবে একের পর এক জায়গায় হিংসার ঘটনা ঘটছে, তাতে বিগত দিনের সমস্ত মৃত্যুকে ছাপিয়ে যেতে পারে এবারের নির্বাচন বলে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই মৃত্যু আটকাতে এখনই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন বলে দাবি করলেন তিনি।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এখনও পর্যন্ত রাজ্যে আট জন মানুষের মৃত্যু হয়েছে। এখনই যদি কেন্দ্রীয় বাহিনী না আসে, তাহলে সবথেকে বেশি রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, 2003 সাল এবং 2018 সালে। তাই এখনই যদি কেন্দ্রীয় বাহিনী না আসে, তাহলে হয়তো বিগত এই দুই সালের রেকর্ডকে এবার ছাপিয়ে যেতে পারে।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে আরও একবার কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট করলেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনো মতেই রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়। এক্ষেত্রে সন্ত্রাস, বিরোধীদের ওপর হামলা আরও মৃত্যু ডেকে আনতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!