এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় ঘোষণা প্রধানমন্ত্রীর! অপেক্ষার অবসান, আর কয়েক সপ্তাহের মধ্যেই আসছে করোনা ভ্যাক্সিন

বড় ঘোষণা প্রধানমন্ত্রীর! অপেক্ষার অবসান, আর কয়েক সপ্তাহের মধ্যেই আসছে করোনা ভ্যাক্সিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকে ভ্যাকসিন নিয়ে ইতিবাচক কথা শোনা গেছে। এদিন বৈঠকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে। আর সেক্ষেত্রে এখন শুধু অপেক্ষা বিজ্ঞানীদের সবুজ সংকেতের। সেটা পেয়ে গেলেই টিকাকরণও শুরু হয়ে যাবে বলেই জানিয়েছেন তিনি।

এদিন বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন যে, সম্প্রতি ভারতে অন্তত আটটি করোনা ভ্যাকসিন ট্রায়ালের বিভিন্ন স্তরে আছে। আর তাই আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকা সরকারের হাতে চলে আসবে। সেখানে বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই টিকাকরণ শুরু হয়ে যাবে বলেও জানান তিনি।

সেক্ষেত্রে টিকাকরনের জন্য স্বাস্থ্যকর্মী, করোনাযোদ্ধা, বয়স্ক মানুষ এবং ক্রনিক রোগাক্রান্ত, এমন ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর কথায়, আমাদের বিজ্ঞানীরা সফলভাবে টিকা তৈরির ব্যপারে অত্যন্ত আশাবাদী। গোটা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে সস্তা এবং উপযোগী টিকার আশায়। সেইসঙ্গে রাজ্য এবং কেন্দ্র সরকারের সম্মিলিত প্রয়াসে টিকাকরণে কোনও সমস্যা হবে না, সেই কথাও বলতে শোনা গেছে তাঁকে।

আপনার মতামত জানান -

তাঁর দাবি, “ভারত অন্যান্য দেশের তুলনায় টিকাকরণের ক্ষেত্রে অনেক অভিজ্ঞ এবং সেটা আমাদের কাজে লাগবে। কেন্দ্র রাজ্য সরকারগুলির সঙ্গে টিকাকরণ নিয়ে কথা বলছে, এবং এক্ষেত্রে জনস্বাস্থ্যকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে।” প্রসঙ্গত উল্লেখ্য, দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি ভারচুয়াল বৈঠক করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী।

সেখানে সম্প্রতি আমেরিকার ফাইজার এবং জার্মানির বায়োএনটেক সংস্থা নির্মিত ভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন। এখানে এমন মাহেন্দ্রক্ষণে মুখ্যমন্ত্রীর বৈঠক যে অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে, সেকথাই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলত মোদি এই বৈঠকে ভ্যাকসিন নিয়েই কোনও নির্দিষ্ট সুসংবাদ দিতে চলেছেন, সেই নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছে।

এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় সব বড় দলের রাজ্যসভা এবং লোকসভার দলনেতাদের। কংগ্রেসের তরফে বৈঠকে হাজির থাকতে দেখা যায় গুলাম নবি আজাদ এবং অধীর চৌধুরীকে। তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টি আর বালু, জেডিএসের এইচ ডি দেবেগৌড়া উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে সব দলের প্রতিনিধিরা এদিন বৈঠকে বলার সুযোগ পাননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, প্রধানমন্ত্রী প্রত্যেককে নিজেদের বক্তব্য লিখিত আকারে পেশ করতে অনুরোধ করেছেন বলে জানা গেছে। সেইসঙ্গে তিনি তাঁদের পরামর্শকেও সমান গুরুত্ব দেওয়া হবে বলেও জানান বলে জানা যায়। বস্তুত, সিরাম ইনস্টিটিউটের তরফে কিছুদিন আগে জানানো হয়েছে যে, মানবশরীরে ট্রায়ালের তথ্য প্রকাশ করার পরই ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্রের জন্য আবেদন করা হবে।

আর সেটা এই মাসেই হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছিলেন তাঁরা। আর সেক্ষেত্রে অনেকেই তাই অনুমান করছিলেন যে সেই কারণেই সম্ভবত সর্বদলীয় বৈঠক হতে পারে। সেইসঙ্গে গত সপ্তাহেই মোদিকে দেশের ৬টি ভ্যাকসিন নির্মাতা সংস্থার সঙ্গে কথা বলতে দেখা গেছে। যার মধ্যে থেকে তিনটি সংস্থার ভ্যাকসিন উৎপাদন ইউনিট তিনি নিজেই পরিদর্শন করেছেন।

আর তার ঠিক প্রাক্কালেই প্রধানমন্ত্রী দেশের আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকও করেন। এখানে তাঁদের ভ্যাকসিনের জন্য পরিকাঠামো, স্টোরেজ ও সরবরাহ ব্যবস্থা তৈরি রাখতে বলা হয় বলে জানা গেছে। এরপরই সমস্ত জল্পনা সত্যি করে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা দেশবাসীর মধ্যে নতুন করে উৎসাহ এনেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!