পঞ্চায়েতের প্রচার পর্বে বিরোধী প্রার্থীদের সুরক্ষা দিতে বিশেষ নির্দেশ ডিএম-এসপিদের রাজ্য May 2, 2018 আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র পেশ করার অল্পদিনের মধ্যেই প্রায় ২০ হাজার আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেছে । এখন অভিযোগ উঠেছে বাকি আসনে মনোনয়নপত্র পেশ করেছে এমন বিরোধী প্রার্থীদের প্রচারকার্যে বিঘ্ন ঘটাচ্ছে শাসকদলের কর্মী,সমর্থক সহ মদতপুষ্ট দুষ্কৃতিরা। বিরোধী দলের অভিযোগের ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশন সব জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের প্রচার পর্বে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিলো। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে কমিশন সূত্রের খবর, উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটি জায়গা থেকে অভিযোগ আসছে বিরোধীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে জেলায় জেলায় নির্দেশ পাঠানো হয়েছে। বলা হয়েছে, প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সবাই যাতে অবাধে প্রচার করতে পারেন, সে বিষয়টিও সুনিশ্চিত করতে হবে। বিরোধীদের আনা অভিযোগ থেকে জানা যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বহু আসনেই তাঁদের মনোনয়নপত্র পেশ করেতে দেয়নি। এমনকি কিছু এলাকায় প্রথমে মনোনয়ন জমা দিয়েও শাসকের সন্ত্রাসে অনেকেই তা প্রত্যাহার করে নিতে বাধ্য হন । এর ফলস্বরূপ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনের প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দীতায় জল লাভ করেছে । আমাদের ফেসবুক পেজে কিছু টেকনিকাল প্রবলেমের জন্য নতুন নিউজ পোস্ট করতে খুব অসুবিধা হচ্ছে, সবসময় সব পোস্ট করাও যাচ্ছে না। তাই নতুন নিউজ পড়তে দয়া করে চোখ রাখুন সরাসরি আমাদের পোর্টালে, ক্লিক করুন এই লিঙ্কে – priyobandhu.com এই প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত কমিটির আহ্বায়ক মুকুল রায় বললেন, ”অবাধ ভোট হলে শাসক জিততে পারবে না- সেটা ওরা ভালো করেই জানে। তাই প্রায় ২০ হাজার আসনে বিরোধীদের মনোনয়নই জমা দিতে দেয়নি শাসকদল। রাজ্যের মানুষ দেখছেন। তাঁরাই এর বিচার করবেন।” আপনার মতামত জানান -