এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “22 তারিখেই কেন ইডি অভিযান!” মমতার প্রশ্নের কড়া জবাব শুভেন্দুর !

“22 তারিখেই কেন ইডি অভিযান!” মমতার প্রশ্নের কড়া জবাব শুভেন্দুর !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের পরের দিন 22 জুলাই ইডির পক্ষ থেকে অভিযান করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর তারপরেই দীর্ঘক্ষণ জেরা করার পর গ্রেফতার করা হয় রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রীকে। আর এরপর থেকেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একুশে জুলাইয়ের সমাবেশ দেখে ভয় পেয়েছে বিজেপি। আর সেই কারণে এজেন্সি দিয়ে প্রতিহিংসাপরায়ন আচরণ করা হচ্ছে। ইতিমধ্যেই সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রীর এই প্রশ্ন নিয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “একুশে জুলাই কি! একুশে জুলাই কি দেবীর বোধন! সেদিন কি মহালয়া! একুশে জুলাই মমতা ব্যানার্জির করার অধিকার নেই। কারণ আন্দোলনটা ছিল যুব কংগ্রেসের। আর গুলি চালিয়েছিল সিপিএম। এর মধ্যে তৃণমূলও পিকচারে নেই। বিজেপিও পিকচারে নেই। আগে ডিম ভাত খাওয়াতেন, এবার বিরিয়ানি এবং গোস্ত খাইয়েছেন।” অর্থাৎ একদিকে একুশে জুলাই করার অধিকার যেমন তৃণমূলের নেই, ঠিক তেমনই একুশে জুলাইয়ের পরদিন ইডি অভিযান করলে কেন আপত্তি থাকবে, সেই প্রশ্ন পাল্টা তুলে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!