এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার বিরুদ্ধে জেলেই চলছে বড়সড় রনকৌশল? দুই প্রাক্তনীর সাক্মাতে টালমাটাল তৃনমূল!

মমতার বিরুদ্ধে জেলেই চলছে বড়সড় রনকৌশল? দুই প্রাক্তনীর সাক্মাতে টালমাটাল তৃনমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দুজনের সঙ্গেই দল সম্পর্ক ত্যাগ করেছে। প্রায় অনেকদিন ধরেই দলের সঙ্গে তাদের যোগাযোগ নেই। দুজনেই দলের প্রতি নিষ্ঠাবান এবং আনুগত্য দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু দল তাদের খুব একটা গুরুত্ব দিচ্ছে না। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ দুই প্রাক্তন সৈনিকের আলিপুর জেলে সাক্ষাৎ নয়া সমীকরণের আবহ তৈরি করেছে বঙ্গ রাজনীতিতে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন আলিপুর আদালতে একটি কাজে এসে সেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে লকাপে ছুটে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। যাকে ঘিরে রীতিমত আলোড়ন এবং চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, এদিন একটি কাজে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আলিপুর জেলে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায়। আর সেখানেই তিনি শুনতে পান যে, পার্থ চট্টোপাধ্যায় এই জেলে রয়েছেন। আর তা জানতে পেরেই নিজের দীর্ঘদিনের সহকর্মীর সঙ্গে দেখা করতে পৌঁছে যান শোভনবাবু। তবে নিরাপত্তার কড়াকড়ি থাকার কারণে দূর থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছে বলে জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তবে এই সাক্ষাতের পরেই বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন করছেন, যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দল কোনো সম্পর্ক রাখতে চাইছে না, তাকে এড়িয়ে যেতে চাইছে, সেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কেন লকাপে দেখা করতে পৌঁছে গেলেন শোভন চট্টোপাধ্যায়?

শোভনবাবুর অবশ্য যুক্তি, দীর্ঘদিন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। একসাথে কাজ করেছেন। তাই তিনি এখানে রয়েছেন, জানতে পেরেই দেখা করতে এসেছেন। অনেকে আবার বলছেন, শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যাওয়ার পর বিজেপির সঙ্গে ঘর করতে না পেরে নিজের দলে ফেরার বহু চেষ্টা করেছেন। কিন্তু দল তাকে এখনি পর্যন্ত গ্রহণ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি ।ফলে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দল যখন দূরত্ব বাড়াচ্ছে, তখন তৃণমূলের কাছে ভালো না হয়ে উল্টে সেই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে কি তৃণমূলকে অন্য কোনো বার্তা দিতে চাইলেন শোভন চট্টোপাধ্যায়!

সমালোচক মহলের একাংশ বলছেন, ধীরে ধীরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোটবদ্ধ হচ্ছেন তার প্রাক্তন সৈনিকেরা! ইন্ডিয়া জোট গঠন করে যখন বিজেপিকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন নিজের গড়েই তিনি দিকভ্রষ্ট হয়ে যাবেন না তো! কেননা এ কথা তো সত্যি যে, এই শোভন চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়রা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনের সঙ্গী ছিলেন। আজ তারা দল থেকে অনেক দূরে। দল তাদেরকে গুরুত্ব দিচ্ছে না ঠিকই। কিন্তু যেভাবে পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকা সত্ত্বেও কোনো কিছুর তোয়াক্কা না করে তার সঙ্গে দেখা করলেন শোভন চট্টোপাধ্যায়, তাতে রাজনৈতিক মহল কিন্তু অন্য সম্ভাবনা দেখতে পাচ্ছে।

তাদের প্রশ্ন, জেলের ভেতরেই তলায় তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সৈনিকেরা জোটবদ্ধ হচ্ছেন না তো! সেই কারণেই কি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেন শোভন চট্টোপাধ্যায়! অনেকে আবার বলছেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন। কিন্তু যেভাবে তাকে একা এই ঘটনায় ফাঁসানো হয়েছে, তাতে তিনি অত্যন্ত ক্ষিপ্ত। তাই শ্রীঘর থেকে যদি বেরোনোর সুযোগ হয়, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ও অনেক খেলা দেখাবেন বলে খবর। তাই সেই খেলা দেখানোর আগে কি জেলের ভেতরেই পটভূমিকা তৈরি হচ্ছে! প্রাক্তন দুই সৈনিকের সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি এবং চিন্তা ক্রমশ প্রকট করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!