এখন পড়ছেন
হোম > জাতীয় > “গায়ে মানে না আপনি মোড়ল” অভিষেকের মন্তব্যে বিরোধী জোটের বড়সড় সর্বনাশ!

“গায়ে মানে না আপনি মোড়ল” অভিষেকের মন্তব্যে বিরোধী জোটের বড়সড় সর্বনাশ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের চেষ্টায় তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। কিন্তু সেই ইন্ডিয়া জোটকেও কি নিজের দল তৃনমূল কংগ্রেস ভাবতে শুরু করেছেন আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? না, এই প্রশ্নটা আমাদের প্রশ্ন নয়। এই প্রশ্নটা উঠে আসছে বিশেষজ্ঞদের মধ্যে থেকেই। ইন্ডিয়া জোটে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা রয়েছেন। সিদ্ধান্ত হয়েছে, সবাই মিলে আলোচনা করেই সব সিদ্ধান্ত নেবে। কিন্তু সেখানে ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রচারে গিয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে ৫০০ টাকার দিয়ে গ্যাস দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাকে নির্বাচনী চমক ছাড়া আর কিছু নয় বলেই দাবি করছেন সমালোচনা মহল। আবার বলছেন, এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে বিজেপি বিরোধী শক্তির সংগঠনকে আরও দুর্বল করার চেষ্টা করছেন অভিষেক বাবুর মত নেতারা।

প্রসঙ্গত, এদিন ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি প্রতিশ্রুতি দেন যে, আগামী লোকসভা নির্বাচনে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে গ্যাসের দাম 500 টাকা করে দেওয়া হবে। আর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে থাকা তৃণমূল নেতার এই বক্তব্য নিয়েই নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকে বলছেন, ইন্ডিয়া জোট তো তৃণমূল কংগ্রেসের মত দল নয় যে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন, সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে তো কংগ্রেস, সিপিএম সমাজবাদী পার্টি সহ দেশের বহু বিজেপি বিরোধী রাজনৈতিক দল রয়েছে। সেখানে সকলের সঙ্গে আলোচনা না করে কেন এই ধরনের প্রতিশ্রুতি জনসাধারণকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! এটা অনেকটা “গায়ে মানে না আপনি মোড়ল” এর মত ব্যাপার হয়ে গেল না?

বিরোধীদের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিজেপির বিরুদ্ধে তৈরি হওয়া জোটকে শক্তিশালী করতে চাইছেন! নাকি সেই জোটের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে ভাঙতে চাইছেন! যদি সত্যিই ইন্ডিয়া জোটের উন্নতি তিনি চাইবেন, তাহলে জোটের সমস্ত নেতাদের সঙ্গে আলোচনা না করেই কেন শুধুমাত্র একটি বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করতে এই ধরনের প্রতিশ্রুতি দিলেন! যদি এবার অভিষেকবাবুর এই বক্তব্যের সঙ্গে বিরোধী জোটের নেতারা সহমত না হন, তাহলে তো সেই জোটের অনৈক্য যেমন সামনে চলে আসবে, ঠিক তেমনই আরও চাপে পড়ে যাবেন অভিষেকবাবু এবং তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তাদের অস্তিত্ব কোথায় থাকবে! তা একবারও ভেবে দেখেছেন কি! অবশ্য ভাববেনই বা কেন? কারণ বাংলার শাসকদলের কাছে তো ভোট বড় বালাই। তাই বাংলার একটি আসনে জয়লাভ করাই যখন তাদের মাথায় মুকুট পড়ার মতো, তখন কোনো কিছু না ভেবেই নিজে হিরো সাজতে গিয়ে ইন্ডিয়া জোটের নাম করে এত বড় প্রতিশ্রুতি দিয়ে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিশেষজ্ঞদের মতে, দুদিন ব্যাপী মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে না থেকে আগেভাগেই বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ সূত্র পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, কংগ্রেসের সঙ্গে একাধিক বিষয়ে মতপার্থক্য হয়েছে তৃণমূল নেত্রীর। যার কারণে সেই সাংবাদিক বৈঠকে থাকেননি তিনি। ফলে এবার জোট শিবিরকে আরও বিপাকে ফেলতেই কি তাদের নাম করে গ্যাসের দাম 500 টাকা করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! কেননা বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, কোনো মতেই এই ইন্ডিয়া জোট টিকবে না। কিছুদিনের মধ্যেই তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইতিমধ্যেই তার বেশ কিছু আভাসও সামনে আসতে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে কারোর সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে গ্যাসের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শৃঙ্খলার বাইরে বেরিয়ে গেলেন না! আর ফলস্বরূপ এবার কি ইন্ডিয়া জোটের অন্যান্য নেতা নেত্রীরা তৃণমূলকে বাদ রেখেই বিভিন্ন কর্মসূচির চিন্তাভাবনা করবে! কার্যত ইন্ডিয়া জোট থেকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কারণে ছিটকে যেতে হবে তৃণমূল কংগ্রেসকে? শুরু হয়ে যাবে জোট শিবিরের ভাঙার খেলা! ইতিমধ্যেই এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষজ্ঞদের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!