এবার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কিনতে চান মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক জাতীয় বিশেষ খবর রাজ্য November 14, 2017 আবার একটি অসাধারণ সিদ্ধান্ত নিতে চলেছেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ভগিনী নিবেদিতার অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে রয়েছেন তিনি। আর সেই বিদেশের মাটিতেই বাঙালির সংস্কৃতি, বাংলার কৃষ্টি রক্ষায় আবার মননশীল হয়ে উঠলেন তিনি। তিনি রাজ্য সরকারের তরফে লন্ডনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়িটি কিনতে চান। ১৯১২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকমাস কাটিয়েছিলেন উত্তর লন্ডনের হ্যামস্টেডে, পরে তাৎপর্যপূর্ণভাবে ১৯১৩ সালে তিনি নোবেল পান। লন্ডনে যে বাড়িতে রবীন্দ্রনাথ থাকতেন সেই ‘হিথ ভিলা’ কেনার ইচ্ছাপ্রকাশ করেছেন মমতা ব্যানার্জি, তাঁর এই ইচ্ছের কথা তিনি জানিয়েছেন ব্রিটেনে অবস্থিত ভারতীয় হাই-কমিশনের প্রধান দীনেশ পট্টনায়েককে। সূত্র মারফত জানা যাচ্ছে বাড়িটির দাম এখন আনুমানিক ২.৭ মিলিয়ন পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ২৩ কোটি টাকা। রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এই বাড়িটিকে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে রবীন্দ্র-সংগ্রহশালা বানাতে আগ্রহী বলে খবরে প্রকাশ। আপনার মতামত জানান -