এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > একাধিক অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক

একাধিক অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একাধিক অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন কোচবিহার জেলার দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তৃণমূল বিধায়ক উদয়ন গুহ অভিযোগ করেছেন যে, তাঁর ছবি বিকৃত করে, তা নিয়ে ভিডিও বানানো হয়েছে। যা দিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে তাঁকে। তাঁর কাছে দাবি করা হয়েছে বিপুল অর্থ। বিধায়ক জানিয়েছেন যে, বাইরের কোন রাজ্য থেকে তাঁকে ফোন করে হুমকি দেয়া হয়েছে। বিধায়কের অভিযোগের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় তির্যক মন্তব্য করে যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছিলেন। সম্প্রতি তিনি ব্ল্যাকমেলিং ও হুমকির অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর ছবি বিকৃত করে, তাঁকে ব্ল্যাকমেল করা হয়েছে। বিধায়ক জানিয়েছেন, গত ২১ সে ডিসেম্বর তাঁর হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল করা হয়েছিল একটি অচেনা নাম্বার থেকে। প্রথম তিনবার এরকম ভিডিও কল করা হলে, তিনি কল রিসিভ করেননি। চতুর্থবার আবার তাঁকে ভিডিও কল করা হলে, তিনি সে কল রিসিভ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কল রিসিভ করার পর তিনি বুঝতে পেরেছেন যে, কোন প্রতারক ফোন করেছে তাঁকে। তিনি তাড়াতাড়ি ফোন কেটে দিয়েছিলেন। এরপর দিন অর্থাৎ গত ২২ সে ডিসেম্বর সেই নাম্বার থেকে তাঁর হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ভিডিও পাঠানো হয়েছিল। বিধায়ক অভিযোগ করেছেন, এই ভিডিওতে তাঁর ছবি বিকৃত করে দেখানো হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর ছবি বিকৃত করে, তাঁর নামে বিতর্কিত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে মেসেজ করেছে সে অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

বিধায়ক অভিযোগ করেছেন যে, ব্ল্যাকমেল করে প্রথমে ৭০ হাজার টাকা, পরে ১ লক্ষ ২০ হাজার টাকা তাঁর কাছ থেকে দাবি করা হয়েছে ফোনের অপরপ্রান্ত থেকে।বিধায়ক অভিযোগ করেছেন, তাঁর ভাবমূর্তিকে কলঙ্কিত করে দিতেই, কেউ এমন কাজ করছে। তিনি জানিয়েছেন, বাইরের কোন রাজ্য থেকে তাঁর হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল করা হয়েছিল। জেলার মানুষকে এ বিষয়ে সচেতন হবার কথা জানিয়েছেন বিধায়ক উদয়ন গুহ। এর বিরুদ্ধে তিনি দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।

দিনহাটা থানায় বিধায়কের এই অভিযোগকে ঘিরে জেলাজুড়ে তীব্র শোরগোল পড়ে যায়। তাঁর অভিযোগের ভিত্তিতে এর তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, যে নম্বর থেকে বিধায়কের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল করা হয়েছিল, তার সূত্র ধরে অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন আগে পুলিশের পক্ষ থেকে জেলার মানুষকে সচেতন করা হয়েছিল। জানানো হয়েছিল, অচেনা কোন নম্বর থেকে যদি ভিডিও কল আসে, তবে সাবধান হতে। এরপর খোদ বিধায়কের নাম্বারেই এল এমন ভিডিও কল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!