এখন পড়ছেন
হোম > অন্যান্য > নিজেদের ব্যাঙ্কিং সার্ভিসে জোয়ার আনতে এবার কোন ব্যাঙ্ক করছে নিয়োগ? জেনে নিন

নিজেদের ব্যাঙ্কিং সার্ভিসে জোয়ার আনতে এবার কোন ব্যাঙ্ক করছে নিয়োগ? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার আবহে চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সকলের রুজিতেই টান পড়েছে। সেখানে চাকরিপ্রার্থীদের মধ্যেও চাকরির ভবিষ্যত নিয়ে দুর্ভাবনা তৈরি হয়েছে। আর।সেই তালিকায় আপনি যদি হন চাকরিপ্রার্থী তবে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি নিজেদের ব্যাঙ্কিং সার্ভিসে জোয়ার আনতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আসুন দেখেনি প্রয়োজনীয় বিষয়গুলো।

আবেদনের পদ্ধতি সম্পর্কে জানা গেছে, এই https://www.sbi.co.in/web/careers ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সেখানে আবেদনের শেষদিন আগামী ১১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে বলে জানা গেছে। সেইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম স্নাতক হলেই শূন্যপদগুলিতে আবেদন করা যাবে বলেই জানিয়েছেন তিনি।

সেইসঙ্গে আবেদনকারীর বয়সসীমা ৩১শে ডিসেম্বর, ২০২০ তারিখের মধ্যে ন্যূনতম ৪১ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। সেখানে SBI এর মোট শূন্যপদে মোট ৪৫২ জনকে নিয়োগ করা হবে বলে জানা গেছে। শূন্যপদে নিযুক্ত প্রার্থীদের পদ অনুযায়ী ২৩,৭০০ টাকা থেকে ৫১,৪৯০ টাকা বেতন হবে। সেইসঙ্গে আবেদন সংক্রান্ত যেকোনও তথ্য https://www.sbi.co.in/web/careers এই ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জানান হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আসুন দেখেনি কোন কোন পদে নিয়োগ করা হবে:-
১)ম্যানেজার (মার্কেটিং),
২)ডেপুটি ম্যানেজার (মার্কেটিং),
৩)ম্যানেজার (ক্রেডিট প্রসিডিওরস),
৪) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিস্টেমস),
৫)ডেপুটি ম্যানেজার (সিস্টেমস),
৬)আইটি সিকিউরিটি এক্সপার্ট (এমএমজিএস-৩),
৭)প্রজেক্ট ম্যানেজার,
৮)অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট,
৯)টেকনিক্যাল লিড,
১০)অ্যাসিস্ট্যাস্ট ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট),
১১)ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট),
১২)ম্যানেজার (নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশ্যালিস্ট),
১৩)ম্যানেজার (নেটওয়ার্ক রাউটিং অ্যান্ড সুইচিং স্পেশ্যালিস্ট),
১৪)ডেপুটি ম্যানেজার (ইন্টারনাল অডিট),
১৫) ইঞ্জিনিয়ার (ফায়ার)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!