এখন পড়ছেন
হোম > অন্যান্য > একাউন্ট ডিলেট হওয়ার আগেভাগেই দেখে নিন হোয়াটস অ্যাপের নতুন পলিসি।

একাউন্ট ডিলেট হওয়ার আগেভাগেই দেখে নিন হোয়াটস অ্যাপের নতুন পলিসি।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মেসেজিং অ্যাপগুলির মধ্যে হোয়াটস অ্যাপ একটি স্ট্যান্ডার্ড অ্যাপ। মোবাইল ব্যবহারকারী প্রত্যেক মানুষই প্রায় এই অ্যাপটির ব্যবহার করে থাকেন। তবে অনেকেই এই অ্যাপটির অফিসিয়াল ভার্সন ব্যবহার না করে মডিফাইড ভার্সন ব্যবহার করতে পছন্দ করেন। সেখানে কিছুদিন আগেই মডিফাইড ভার্সন ব্যবহারকারীদের জন্য সাবধানতার কথা বলা হয়েছিল।

সেখানে ওই ভার্সন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকরা যে তথ্যটি পাঠাচ্ছিলেন, অন্য ব্যক্তি ইচ্ছা করলে সেই তথ্যটিকে পরিবর্তন করে ব্যবহার করতে পারেন বলে জানানো হয়েছিল। সেক্ষেত্রে কোম্পানির তরফ থেকে আপনার একাউন্টটিকে ব্যান করে দিতেও পারে বলেও জানান হয়েছিল। সেখানে ইতিমধ্যেই বেশ কিছু ফোনে বন্ধ হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ। সেই তালিকায় এইচটিসি ডিজায়ার, এলজি অপটিমাস, মোটরওয়ালা ড্রয়েড রেজার, স্যামসং গ্যালাক্সি এসটু এর নাম শোনা গিয়েছিল।

সেক্ষেত্রে সংস্থার তরফে জানানো হয়েছে যদি এখনও এই সব ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করে, তবে যে কোনও দিন বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ। বস্তুত, সম্প্রতি কিছুদিন আগে নতুন ফিচার্স নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। সেখানে অনলাইন পেমেন্ট অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ পে’ সকলকে উপহার দিয়েছিল সংস্থা। জানা গেছে, বর্তমানে দেশের প্রায় ৪০ কোটি মানুষ এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সম্প্রতি হোয়াটসঅ্যাপ যে প্রাইভেসি পলিসি আপডেট করেছে তাতে সেই পলিসি ধীরে ধীরে সমস্ত ব্যবহারকারীদের কাছে ফেব্রুয়ারি মাসের মধ্যে আনা হবে বলে জানা গেছে। ব্যবহারকারীদের ক্ষেত্রে এই নতুন নীতি গ্রহণের জন্য ফেব্রুয়ারীর ৮ তারিখ পর্যন্ত সময় রয়েছে বলে জানা গেছে। আর সেক্ষেত্রে এই সময়ের মধ্যে পলিসি গ্রহণ না করলে যেকোনো সময় অ্যাকাউন্ট ডিলিট হতে পারে।

বস্তুত, নতুন পলিসিতে ফেসবুক এবং ইনস্টাগ্রামের একত্রীকরণে আরও বেশি করে জোর দেওয়া হয়েছে। তাই যেখানে ব্যবহারকারীরা এখনও কোনো সেটিং এর ক্ষেত্রে নট নাউ এর অপশন পাচ্ছেন, সেখানে কিছুদিন পর থেকে তা আর থাকবে না বলেই জানা যাচ্ছে। সেইসঙ্গে নতুন পলিসিতে হোয়াটসঅ্যাপ আপডেট করার সময় তাতে কিছু জিনিস লেখা আসবে, তা ঠিকমতো পড়ে নেওয়া প্রয়োজন বলেই জানা গেছে। কারণ এর বিকল্প কোনও অপশন নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!