খরার সময়েও হিমাচলে উড়লো লাল পতাকা জাতীয় December 18, 2017 রাজ্যে সিপিএমের অবস্থা প্রায় তলানিতে থেকেছে কোনো আশাই আর দেখছেন না সিপিএমের নেতা কর্মীরা কিন্তু বাড়তি অক্সিজের জুগিয়ে আজ হিমাচলে বিজেপি ঝড়কে সামলেও ১ টি আসনে জয়ী হয়েছে সিপিআইএম প্রার্থী রাকেশ সিং৷ আজ তিনি বিজেপির রাকেশ ভার্মাকে হারিয়ে ‘লালবাতি’ জ্বালিয়ে রাখলেন হিমাচল প্রদেশে। যতদূর জানা যাচ্ছে প্রায় অন্তত দু হাজার ভোটের ব্যবধানে তিনি জিতেছেন।জানা গেছে যে এখানে সিপিআইএম কিছুটা হলেও শাক্তিশালী।পাশাপাশি ছাত্র সংগঠন এসএফআই ও অনেকটা চাঙ্গা এখানে। তবে সামনের ২০১৯ সালের লোকসভা ভোটার জন্য যে বামেরা কিছু হলেও মনোবল ফায়ার পেয়েছে এর থেকে তা আর বলার অপেক্ষা রাখে না। আপনার মতামত জানান -