এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রকাশ্যেই রূপা-দিলীপের কোন্দল

প্রকাশ্যেই রূপা-দিলীপের কোন্দল


বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ -এর কোন্দল এবার প্রকাশ্যেই। এদিন ট্যুইটার হ্যান্ডেলে দিলীপবাবুকে আক্রমণ করলেন রূপাদেবী। ট্যুইটারে রূপার অভিযোগ, ”আমি মোদিজিকে মেসেজ করি, কিন্তু দিলীপদা, আমি আপনাকে মেসেজ করতে পারি না। সে পথ বোধহয় বন্ধ। আমি অমিত ভাইয়ের সঙ্গেও কথা বলতে পারি। কিন্তু আপনার সঙ্গে নয়।” আরো বলেন, “আমার সঙ্গে আপনি প্রকাশ্যে অভব্য ভাষায় চিৎকার করেন। কিন্তু আমি শান্ত থাকার চেষ্টা করি। আমার বাবা আমাকে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখিয়েছেন। আপনি আমাকে প্রকাশ্যে ব্যঙ্গ এবং অপমান করেছেন। তবু কিছু প্রতিক্রিয়া দিইনি।”পাশাপাশি যায় লেখেন যে, ‘দিলীপদা, বাংলায় আপনাদের মিডিয়ার দায়িত্বে কে? তাঁকে দয়া করে বলবেন, আগামিকাল সকাল 10টায় আমাকে ফোন করতে? কোর কমিটি মেসেজ গ্রুপে কেউ জবাব দেয় না। আপনাকেও মেসেজ করতে পারছি না। ওই রাস্তা বন্ধ করা আছে।”পরে অবশ্য রূপাদেবী সেই ট্যুইট ডিলিট করে দেন। কিন্তু প্রশ্ন উঠছে যে দলের কথা কেন এভাবে প্রকাশ্যে এনে বিতর্ক তৈরী করলেন রূপাদেবী ?অন্যদিকে দিলীপবাবু জানিয়েছেন “রূপার ওই টুইটের কথা শুনেছি। দলীয় প্রতিনিধির সঙ্গে রূপার কথাও হয়েছে। আমি ওনাকে মোটেই ব্লক করিনি। ওঁর কোনও বক্তব্য থাকলে তা ট্যুইটারে না লিখে সরাসরি কথা বলতে পারতেন। উনি যখন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ছিলেন, তখন দলীয় শৃঙ্খলা নিয়ে ওঁকে কিছু কথা বলেছিলাম। হঠাৎ এ সব কেন লিখলেন, জানি না। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!