মোদী সরকারের বিরুদ্ধে বামেদের বিক্ষোভে উত্তপ্ত উলুবেড়িয়া রাজ্য February 21, 2018 মোদী সরকারের দেশ বিরোধী নীতির প্রতিবাদে মঙ্গলবার সারাদিন ব্যাপী বামপন্থী সব সংগঠনগুলি সম্মিলিত ভাবে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচী আয়োজন করে। হাওড়ার উলুবেড়িয়া , গরুহাটা, বাঁকুড়া, বারাকপুর, রায়গঞ্জ সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্ন ভাবেই দেখা যায় নানা বিশৃঙ্খলার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যে মুলিশ মোতায়েন করা হলে বাম-কর্মী সমর্থকরা তা অমাণ্য করে । এরপর পুলিশ ও র্যাফ লাঠিচার্জ করলে অনেক কর্মী সমর্থক আহত হয় বলে বামেদের অভিযোগ । আপনার মতামত জানান -