মোদী মমতাকে বিঁধে পঞ্চায়েতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সূর্যকান্ত-র রাজ্য February 21, 2018 সিপিআইএম এর ২৩ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার এগরায় । সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন , বিমান বসু, রবীন দেব, কোলাঘাটের বিধায়ক ইব্রাহিম আলি, জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ বেশ কয়েকজন।এই সম্মেলনে অন্যতম বক্তা ছিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ও বাম সাংসদ সূর্যকান্ত মিশ্র ৷তিনি তাঁর ভাষণে কড়া সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বললেন , ”ভারতবর্ষের লুটেরা সাম্রাজ্য চলছে৷ সেই সাম্রাজ্যে প্রধানমন্ত্রী, আম্বানি, আদানি, নিরব মোদী, বিজয় মালিয়া ললিত মোদী এরাই রাজত্ব করে চলেছে৷ যাকে আমরা দাঙ্গার রাজত্ব বলে থাকি৷ সেটাই আমরা দেখতে পাচ্ছি ৷” ব্যাঙ্কের টাকা তছরূপ প্রসঙ্গে সূর্য বাবু জানালেন , “নিরব মোদীত আসল নয় আসল হচ্ছে প্রধানমন্ত্রী যিনি ৫৬ ইঞ্চি ছাতির কথা বলেন৷ উনি যদি পাশে না থাকতেন তাহলে কার হিম্মত হত ওখানে ওটা করতে ? শুধু প্রধানমন্ত্রী নন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরও ওদের সঙ্গে মিটিং করেছে, তার ছবি বেরিয়েছে৷” আপনার মতামত জানান -