মুকুল রায়ের শিলিগুড়ি সফর ঘর ভাঙবে তৃণমূলের দাবি গেরুয়া শিবিরের রাজ্য December 5, 2017 এবার উত্তরবঙ্গের দিকে হাত বাড়ালেন মুকুল রায়। আর এই নিয়েই পারদ চড়ছে বিজেপি তৃণমূল দুদিকেই।বঙ্গ রাজনীতিতে কান পাতলে এখন এমনটাই শোনা যাচ্ছে।আগে অনেকবার শিলিগুড়ি গেছেন কিন্তু বিজেপিতে যোগ দেবার পর এই প্রথমবার যাচ্ছেন। আর সেই নিয়েই নাকি আতঙ্ক ছড়িয়েছে তৃণমূল শিবিরে এমনটাই দাবি গেরুয়া শিবিরের। কারণ শিলিগুড়ির তৃণমূল নেতাদের সাথে মুকুল রায়ের সম্পৰ্ক ভালো। তারা নাকি নিয়মিত ফোন যোগাযোগ রাখছেন মুকুল রায়ের সাথে। আর তাই তৃণমূল নেতাদের দিকে কড়া নজর রাখছে তৃণমূল এমনটাও অভিযোগ উঠছে বিজেপির অন্দরে। তবে যাই হোক বিজেপির আশা মুকুল রায় এবার শিলিগুড়িতে তৃণমূলের ঘরে ভাঙ্গন ধরবেন এ নিশ্চিত। যদিও একে তৃণমূল গুরুত্ত্ব দিতে নারাজ.তাদের মতে তৃণমূল নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছে তারা তাঁকে ছেড়ে কোথাও যাবে না।প্রসঙ্গত আগামী বৃহস্পতিবার শিলিগুড়িতে সাংগঠনিক সভা করবে বিজেপি আর সেখানে অংশ নিতে যাচ্ছেন মুকুল রায়। সাথে অবশ্য যাচ্ছেন রাজ্য সভাপতি দীলিপ ঘোষ, পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী,এছাড়া আরো বেশ কয়েকজন বিজেপির কেন্দ্রীয় নেতা। তছাড়া উত্তরবঙ্গের বিজেপির সমস্ত নেতা কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।আগের নির্বাচনে খুব ভালো ফল করতে না পারলেও জোর টক্কর হয়েছিল তৃণমূল আর বিজেপির এবার তার থেকেও ভালো ফল করতে উত্তরবঙ্গে সংগঠন মজবুত করার জোর প্রস্তুতি চলছে গেরুয়া শিবিরে। আর তাই মাসের শেষের দিকে উত্তরবঙ্গে নানাবিধ কর্মসূচি নিয়েছে বিজেপি আর তাতে অংশ নেবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। আর প্রধান মুখ হয়ে থাকবেন মুকুল রায়। যদিও এতে দলের অন্যান্যরা কি বলছেন তা জানা যায়নি। আপনার মতামত জানান -