এখন পড়ছেন
হোম > রাজ্য > রাত পেরোতেই ফের ঘরের ছেলে ঘরে ,বিজেপি ছেড়ে ফের তৃণমূলে তৃণমূল নেতা

রাত পেরোতেই ফের ঘরের ছেলে ঘরে ,বিজেপি ছেড়ে ফের তৃণমূলে তৃণমূল নেতা

রবিবার কলকাতায় দলের রাজ্য সদর দপ্তরে নানুনের কড়েয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রণব কুমার মণ্ডল এবং অঞ্চল তৃণমূল যুব সভাপতি সমরেন্দ্রনাথ পাঠক BJP-তে যোগ দেন। তাদের হাতে পতাকা তুলে দেন নেত্রী দেবশ্রী চৌধুরি এবং মুকুল রায়।রাতেই গ্রামে ফিরে আসেন তাঁরা আর পরের দিন তাঁরা আবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলে নেতৃত্বে ফের তৃণমূলে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়া নিয়ে নিজেদের ভুলও স্বীকার করছেন।তাঁরা বলেছেন “ভুল করে চলে গিয়েছিলাম। অনেক পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাড়ি ফিরতে আমদের চেতনা ফেরে। আমাদের জায়গা তৃণমূলেই। তাই কেষ্টদার (অনুব্রত মণ্ডল) নেতৃত্বে আস্থা রেখে ফের তৃণমূলে যোগদান করলাম।” বিষয়টি নিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “ওই দু’জন বিকেলে আমার কাছে এসেছিল। বলেছে ভুল করে গিয়েছিল। এখন ভুল বুঝতে পেরে ফিরে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে। ঘরের ছেলে ঘরে ফিরে এল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কেউ যেতে পারে না। গেলে সাময়িক যেতে পারে। ওরা পয়সার জন্য যায়নি। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই ফিরে এল।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!