এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘রাজ্যের দায়িত্ত্ব নিতে’ লোকসভা থেকে ইস্তফা দিলেন বিজেপি ঘনিষ্ঠ এনডিএ সাংসদ

‘রাজ্যের দায়িত্ত্ব নিতে’ লোকসভা থেকে ইস্তফা দিলেন বিজেপি ঘনিষ্ঠ এনডিএ সাংসদ

২০০৩ সাল থেকে টানা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী আসনে ছিলেন বিজেপি ঘনিষ্ঠ এনডিএ জোটের নেতা তথা প্রাক্তন এনপিএফ নেতা নেফিয়ু রিও। কিন্তু ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার গঠন করলে তিনি মন্ত্রীত্ত্ব পেতে পারেন বলে তিনি মুখ্যমন্ত্রীর গদি ছেড়ে লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন। কিন্তু বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এলেও মন্ত্রীত্ত্ব জোটেনি তাঁর কপালে, উল্টে নিজের হাতেগড়া দল এনপিএফ থেকেই বহিষ্কৃত হন তিনি, যোগ দেন এনডিপিপি দলে, যারা আবার আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে নির্বাচনে যাচ্ছে। আর তাই এবার আবার নাগাল্যান্ডে রাজ্য বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন নেফিয়ু রিও। নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ এখনও না হলেও তিনি নিজের কেন্দ্র থেকে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। আর তারপরেই তিনি লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের কাছে চিঠি পাঠিয়ে লোকসভায় তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন (যদিও, ব্যক্তিগত ভাবে স্পিকারকে সামনাসামনি ইস্তফার কথা না জানালে তা গৃহীত হবে না)। পাশাপাশি, রাজ্য-রাজনীতি ছেড়ে আর যাবেন না বলে তিনি নাগাল্যান্ডবাসীকে ‘কথা দেন’। স্থানীয় সূত্রের খবর, নেফিয়ু রিও একপ্রকার নিশ্চিত যে এনডিপিপি-বিজেপি জোটই ক্ষমতায় আসছে নাগাল্যান্ডে। ফলে এখন থেকেই ‘হারানো’ মুখ্যমন্ত্রীর কুর্সি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!