ডক্টরেট হলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আরেক হেভিওয়েট তৃণমূল মন্ত্রী বিশেষ খবর রাজ্য February 21, 2018 কিছুদিন আগেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ‘ডক্টরেট’ ডিগ্রি পান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে কম হইচই হয় নি, এমনকি জনস্বার্থ মামলা গড়ায় আদালত পর্যন্ত। যদিও কলকাতা আদালত সব বিতর্ক উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এর মধ্যে জনস্বার্থ ভঙ্গ করা কোনো ব্যাপারই নেই, খারিজ হয়ে যায় মামলা। সাহিত্যে, শিল্পে ও সমাজসেবায় অসাধারন কৃতিত্ত্বের জন্য সাম্মানিক ডি-লিট উপাধিতে ভূষিত হন তিনি। আর এবার তাঁর দেখানো পথেই, অর্থাৎ সামাজিক কাজে অসাধারন কৃতিত্ত্বের জন্য ‘ডক্টরেট’ হলেন মুখ্যমন্ত্রীর অন্যতম প্রিয়পাত্র তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তবে তফাৎ একটাই, শোভনবাবু এই সাম্মানিক স্বীকৃতি পেলেন আমেরিকার ডেলওয়্যারের এক বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। তবে, আমেরিকায় গিয়ে নয়, রাজারহাটে জিআইএস ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে মেয়রকে এই সাম্মানিক ডিগ্রি দেওয়া হয়, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা। সূত্রের খবর, এই সম্মান পেয়ে আপ্লুত শোভনবাবু তাঁর রাজনীতিতে আসা, মেয়র হওয়া, রাজ্যের মন্ত্রী হওয়া তথা সবশেষে এই সাম্মানিক ‘ডক্টরেট’ ডিগ্রি পাওয়া সবকিছুর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তাঁর দলনেত্রীকেই কৃতিত্ত্ব দেন। তিনি জানান, তিনি যা কাজ শিখেছেন তা তাঁর দলনেত্রীর কাছ থেকেই শিখেছেন। আপনার মতামত জানান -