এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সুখবর! করোনা আক্রান্ত কিনা জানতে সোয়াব টেস্টের রিপোর্ট এবার সরাসরি আপনার মোবাইলেই!

সুখবর! করোনা আক্রান্ত কিনা জানতে সোয়াব টেস্টের রিপোর্ট এবার সরাসরি আপনার মোবাইলেই!


করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে সকলের। বর্তমানে রাজ্য জুড়ে শুরু হয়েছে সোয়াব টেস্ট। যে টেস্টের রিপোর্টে কি আসে, তার দিকে হাপিত্যেশ করে তাকিয়ে রয়েছেন অনেকেই। তবে এই সোয়াব টেস্টের রিপোর্ট নিতে হলে এখন আর অন্য কোনো জায়গায় যেতে হবে না। জানা গেছে, এখন থেকে বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে এই টেস্টের রিপোর্ট সংগ্রহ করা যাবে। মূলত টেস্ট করার সময় যার টেস্ট টেস্ট করা হচ্ছে, তার নাম, ঠিকানা সহ মোবাইল নম্বর নিয়ে নেওয়া হচ্ছে।

ফলে টেস্টের রিপোর্ট বের হওয়ার পর সেই ব্যক্তির মোবাইলে ওটিপি আসবে। আর তারপরেই ওটিপি জানাতে হবে কর্মীদের। এদিকে এই কর্মীরা সেই তথ্য সংগ্রহ করার পর নমুনা সংগ্রহ সম্পন্ন হলে সেটি পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ল্যাবে পাঠিয়ে দেবেন। আর এর পরেই তার রিপোর্ট সংগ্রহ করে সেই ব্যক্তির মোবাইলে এসএমএস পাঠিয়ে দেওয়া হবে বলে খবর। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ব্যাপারে কর্মীদের একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে যেহেতু অনেক ক্রসওয়ার্ড টেস্ট হয়েছে সেহেতু তার রিপোর্ট করতে যে অনেকটাই সময় লাগবে সেই ব্যাপারে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে গোটা ঘটনায় যাতে কোনো দীর্ঘসূত্রিতা না হয়, তার জন্য পরিকাঠামো উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই মেডিকেল কলেজের কয়েকজন ডাটা এন্ট্রি অপারেটর নিযুক্ত করার পাশাপাশি কম্পিউটারের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

এদিন এই প্রসঙ্গে উত্তরবঙ্গের করোনা মোকাবিলায় নিযুক্ত ওএসডি ডাক্তার সুশান্ত রায় বলেন, “আমরা চেষ্টা করছি সবকিছু যাতে সুষ্ঠুভাবে হয়। আগে দিনে মাত্র কুড়িটি করে নমুনা পরীক্ষা করা হত। এখন সেটি বেড়ে প্রতিদিন 800 করে নমুনা পরীক্ষা করা হচ্ছে। আমাদের সম্প্রতি একটা নতুন অ্যাপ এসেছে। এতে আশা করছি কিছুটা সময় বাঁচবে। সোয়াবের নমুনা সংগ্রহের সময় সেই অ্যাপের মাধ্যমে সবকিছু এন্ট্রি করে নিতে হবে।”

তিনি আরও জানান, “এর ফলে যার কাছে মোবাইল ফোন থাকবে, তার মোবাইল ফোনে এসএমএসে সোয়াব পরীক্ষার রিপোর্ট চলে যাবে।” বিশ্লেষকরা বলছেন, সোয়াব টেস্ট করে প্রকৃত করোনার সংখ্যা পাওয়াই একমাত্র লক্ষ্য এখন সকলের কাছে। সেদিক থেকে করোনা মোকাবিলাও অনেকটা এর ফলে সহজ হবে। তারমধ্যে এখন বাড়িতে বসেই এসএমএসের মাধ্যমে সকলে সোয়াব রিপোর্ট পেয়ে যাওয়ায় সকলের মনেই তৈরি হয়েছে আশার আলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!