এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “ববি হাকিম নিজেইতো বাঙালি নন। লোকে ওঁনাকে আইএসআইএসের এজেন্ট বলে জানে”- কটাক্ষ বিজেপি নেতার

“ববি হাকিম নিজেইতো বাঙালি নন। লোকে ওঁনাকে আইএসআইএসের এজেন্ট বলে জানে”- কটাক্ষ বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বেশকিছু কর্মসূচীর আয়োজন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আজ এই ধরনের একটি কর্মসূচির আয়োজন করা হয় কলকাতায়। আজ বিধান নগরে শ্যামাপ্রসাদ মুখার্জী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা বিতরণ কর্মসূচি গ্রহণ করে বিজেপি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু। যেখান থেকে গণমাধ্যমে বক্তব্য রাখলেন তিনি। যেখানে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমকে তীব্র ভাষায় তিনি কটাক্ষ করেছেন।

রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু জানালেন যে, লোকেরা ফিরহাদ হাকিমকে আইএসআই এর এজেন্ট বলে থাকেন। তিনি জানালেন ফিরহাদ হাকিম নিজেই বাঙালি নন। আবার গতকাল, বাবুল সুপ্রিয় যোগদান করেছেন তৃণমূলে। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, যারা এত বড় বড় কথা বলছেন, তারাই তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে বসে আছেন। তিনি জানিয়েছেন, বাংলার কোন সুস্থ মস্তিষ্কের মানুষ বিজেপি করতে পারেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, কয়েকজন আধা বিজেপির লোককে নিয়ে তৃণমূল এত লাফালাফি করছে। তিনি শুধু এটুকুই বলতে চান যে, আগে ফিরহাদ হাকিম ঠিক করুন যে, তিনি কোন দলে থাকবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করবেন? সেখানে তাঁর অনুগামী হয়ে কাজ করবেন? নাকি তার রাজনৈতিক পরিচয় তিনি দেবেন? তিনি তো বাঙালি নন।

অন্যদিকে, বাবুল সুপ্রিয়র দলবদল সম্পর্কে তিনি জানালেন যে, বাবুল সুপ্রিয় সেলিব্রিটির মত এসেছিলেন, সেলিব্রিটির মতো চলে গেছেন। এমন কোনো বড় নেতা তিনি নন। তাঁর সঙ্গে আসানসোলের একজন বিজেপি কর্মীও তৃণমূলে যাবেন না। যা তিনি দায়িত্ব নিয়ে বলতে পারেন। আবার, সম্প্রতি ত্রিপুরা পুলিশ একাধিক তৃণমূল নেতাকে তলব করেছে। এ প্রসঙ্গে সায়ন্তন বসু জানালেন যে, নোটিশ পাঠিয়ে বেশ করেছে পুলিশ। তাঁদের নামে এতগুলো মামলা দায়ের করা হয়েছে। তাঁর নিজের নামেই পঁয়ত্রিশটি মামলা দায়ের করা হয়েছে। বিজেপি যদি চায় তবে তৃণমূলের কোন নেতা পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না। তৃণমূল নেতাদের বিরুদ্ধে আরও বেশি করে মামলা করা উচিত বলে, জানালেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!