এখন পড়ছেন
হোম > জাতীয় > দেয়ালে পিঠ ঠেকে যাবার পর অবশেষে গাঝাড়া দিলেন বাম নেতৃত্ত, একযোগে হুঁশিয়ারি তৃণমূল ও বিজেপিকে

দেয়ালে পিঠ ঠেকে যাবার পর অবশেষে গাঝাড়া দিলেন বাম নেতৃত্ত, একযোগে হুঁশিয়ারি তৃণমূল ও বিজেপিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২৫ বছর ধরে ত্রিপুরার শাসন ক্ষমতায় ছিল সিপিএম। এরপর বিজেপির কাছে পরাজিত হয়েছে বামপন্থীরা। তবে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ সিপিএম। পশ্চিমবঙ্গে সিপিএম ক্রমশ দুর্বল হয়ে পড়লেও, ত্রিপুরায় দলের অবস্থা ততটা খারাপ নয়। কিন্তু ত্রিপুরায় তৃণমূলের তৎপরতা বাড়তেই বিজেপি ও তৃণমূল সমস্ত আলো নিজের দিকে টেনে নিয়েছে। তাই অনেকটাই যেন পেছনে চলে গেছে ত্রিপুরার পূর্ববর্তী শাসকদল। কিন্তু বামপন্থীদের এই অবস্থাতো মোটেই কাম্য নয়। তাই এবার পরাজয় ভুলে ফের রুখে দাঁড়ালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দীর্ঘদিন ধরে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছিলেন মানিক সরকার। দলে তিনি পলিটব্যুরোর সদস্য। ত্রিপুরার রাজনীতিতে তাঁর প্রভাবও যথেষ্টই আছে। আবার ত্রিপুরার বিরোধী দলনেতা তিনি। এবার সরাসরি রাস্তায় নেমে আন্দোলনে নেতৃত্ব দিলেন মানিক সরকার। স্পষ্ট বুঝিয়ে দিলেন যে, দলকে ক্ষমতায় ফেরাতে গেলে, একেবারে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। মানুষকে সঙ্গে নিয়ে লড়াই লড়তে হবে। আন্দোলন চালাতে হবে। এরপর বিজেপি ও তৃণমূলকে দিলেন হুঁশিয়ারি। তথাকথিত আভিজাত্য ছেড়ে একেবারে নেমে পড়লেন রাস্তায়। দেখালেন প্রতিরোধের পথ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার স্পষ্ট বুঝিয়ে দিলেন যে, বিজেপি বা তৃণমূল কাউকেই তিনি জায়গা ছেড়ে দিতে রাজি নন। তিনি জানালেন, মানুষকে সঙ্গে নিয়েই আবার ক্ষমতায় ফিরে আসবে সিপিএম। বামপন্থীদের আটকে দেওয়ার মত ক্ষমতা নেই বিজেপির। বিজেপি ও তৃণমূলের চাপে কিছুটা যেন হারিয়ে গিয়েছিল বামপন্থীরা। আবার নিজেদেরকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টায় এখন বামপন্থীরা। এই অবস্থায় দলকে নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর এই ভূমিকা দেখে উচ্ছ্বসিত প্রশংসা করলেন দলের একাধিক নেতাকর্মীরা। অনেকে জানালেন যে, দলের নেতাকে এমনিই হতে হবে। একদিকে যেমন ভদ্র ও মার্জিত, অন্যদিকে তেমনি হতে হবে কঠোর ও লড়াকু, তবেই তিনি আবার দলের হারানো মর্যাদা ফিরিয়ে দিতে পারবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!