এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতাকে সচল করতে এবার সেনার পাশাপাশি আসছেন এনারাও

কলকাতাকে সচল করতে এবার সেনার পাশাপাশি আসছেন এনারাও


সেনার পাশাপাশি এবার কলকাতাকে সচল করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আসছেন বনকর্মীরাও। ঘূর্ণিঝড় বিধস্ত বাংলাকে সচল করতে ইতিমধ্যেই সেনার পাশাপাশি বন্দর, দমকল, বনদপ্তরের কর্মীদের সাহায্য চেয়েছে রাজ্য সরকার। আর সেই মতো গতকাল সন্ধেয় থেকেই রাস্তায় নেমে কাজে লেগেছেন সেনারা। আর এবার যোগ দিতে আসছেন বনকর্মীরা।

জানা যাচ্ছে, এবার উত্তরবঙ্গের বনবিভাগ থেকে পাঠানো হচ্ছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জনের দল, যারা ইতিমধ্যেই কলকাতার উদেশ্যে রওনা দিয়েছেন। তাদের কাছে রয়েছে উদ্ধারকাজে ব্যবহৃত করার জন্য একাধিক আধুনিক যন্ত্রপাতি। এখানেই শেষ নয়, করোনা সংক্রমণের দিকেও বিশেষ খেয়াল রাখছেন তারা। বন বিভাগের তরফ থেকে স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভসেরও ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য আর সেই সব নিয়েই এবার কলকাতার উদেশ্যে রওনা হয়েছেন ওই বিশেষ দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানাযাচ্ছে বক্সা ব্যঘ্র সংরক্ষণ প্রকল্প থেকে ৩১ জনের একটি দল পাঠানো হয়েছে । এঁরা সকলেই সেনাবাহিনী, পুলিশ, NDRF’এর সঙ্গে হাত হাত লাগিয়ে কলকাতার রাস্তা সাফ করার কাজে লেগে পড়বেন তবে অনুমান শুধু রাস্তা পরিষ্কার করে নয়, সাথেই আবার বন বিভাগের অভিজ্ঞতা থাকায়আমফানের দাপটে বিপর্যস্ত সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যেও এঁদের পাঠানো হতে পারে। তবে আপাতত সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!