এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যে ‘পরিবর্তন’ হলে ‘বদলের সাথে বদলাও’ হবে জানালেন বিজেপি নেতা

রাজ্যে ‘পরিবর্তন’ হলে ‘বদলের সাথে বদলাও’ হবে জানালেন বিজেপি নেতা


২০১১ সালে ৩৪ বছরের বাম রাজত্বের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতাসীন হয়েছিল তৃণমূল কংগ্রেস। তখন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, বদলা নয় – বদল চাই। কিন্তু তার ঠিক ১০ বছর বাদে আগামী ২০২১ সালে বাংলায় আবার পরিবর্তনের ডাক দিয়েছে বিজেপি। কিন্তু সেই পরিবর্তনের পরিবর্তন হলে বিজেপি যে শুধু ‘বদল’ করেই ক্ষান্ত থাকবে না, রীতিমত ‘বদলা’ নেবে সেকথা স্পষ্ট করে দিলেন বিজেপি নেতা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কলকাতার এক প্রথম সারির ওয়েব পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী, কুচবিহারের শীতলকুচিতে বিজেপি যুব মোর্চার কর্মীসভা অনুষ্ঠানে যোগ দিয়ে সংগঠনের সভাপতি দেবজিত্‍ সরকার জানান, ওরা(তৃণমূল) যদি আমাদের গোলাপ দেয় তাহলে আমরাও গোলাপ দেওয়ার চেষ্টা করব। গোলাপ না দিতে পারি গাঁদা তো দিতেই পারব। আমরা যেচে গিয়ে মারব না। তবে কেউ যদি মারে তাহলে অনেকদিন ধরে তার পিতৃপুরুষের পরিচয় আমরা ভুলিয়ে দেব। কেউ যদি কোনও বিজেপি কর্মীর গায়ে হাত দেয় তাহলে গুনে গুনে বদলা নেওয়া হবে। ঘড়ির কাঁটা একদিকে চলে না, এটা বিধির লিখন। আমরা কিন্তু বদলা নয়, বদল চাই এইসব স্লোগান দিই না। আমরা বদলও চাই আবার বদলাটাও চাই। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!