এবার ২ টাকা কেজি চাল আর সাইকেল নিয়ে দুর্নীতি সামনে আনলেন মুকুল রায় বিশেষ খবর রাজ্য November 25, 2017 উলুবেড়িয়াতে আসন্ন লোকসভার উপনির্বাচনকে সামনে রেখে আজ ন্যাপ এক দলীয় সভা করে সেখানে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা মুকুল রায় প্রথমেই উপস্থিত জনতাকে ভারত মাতা কি জয় আর জয় শ্রী রাম ধ্বনিতে স্বাগত জানান। আর তারপর বলেন ১. বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই ২. সরকারের বিরুদ্ধে কথা বললে পুলিশ লেলিয়ে দেওয়া হয় ৩. পুলিশ এসে গাঁজা কেসে জেলে ভরে ৪. সাংবাদিকরা এসব কথা পেপারে লিখতে পারছে না, সাংবাদিকদের মুখ বন্ধ করে রাখা হচ্ছে ৫. আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠের প্রস্টিটি চলছে ৬. রাজ্যজুড়ে পুলিশি রাজ চলছে ৭. বাম আমলে তাবু হলদিয়া হয়েছে, গত ৭ বছরে এক ছটাক শিল্প হয় নি ৮. প্রতি মাসে ২২ কোটি টাকা করে কয়লা দুর্নীতি হচ্ছে আর সেই টাকা কলকাতায় এক বিশেষ ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে ৯. প্রতি মাসে গরু পাচারের জন্য ২০ কোটি টাকার দুর্নীতি হচ্ছে আর সেই টাকা কলকাতায় এক বিশেষ ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে ১০. মুখ্যমন্ত্রী দাবি করেন ২ টাকা কেজি চাল দেন, কিন্তু তার মধ্যে কত টাকা কেন্দ্রের আর কত টাকা রাজ্যের ভর্তুকি সেকথা মুখ্যমন্ত্রী সামনে আসতে দেন না ১১. কর্ণাটক ১ টাকা কেজি আর ঝাড়খন্ড ৭০ পয়সা কেজি দরে চাল দেয় কেন্দ্রের সাহায্যে ১২. মুখ্যমন্ত্রী যে সাইকেল দেন তার টাকা কথা থেকে আসে? এসসি-এসটি দের উন্নয়নের জন্য যে টাকা আসে, তাতে তাদের উন্নয়ন না করে এই সাইকেল দেওয়া হয় ১৩. এই সাইকেল কে তৈরি করে আর কিভাবে তৈরি হয় তার পিছনে রহস্য আছে ১৪. মুসলিমদের সাহায্য করছি বললেও আদতে কোনো উন্নয়ন করেননি ১৫. ভোট লুঠ আটকাতে বুথে বুথে সংগঠন তৈরি করতে হবে আপনার মতামত জানান -