এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের বন্যা পরিস্থিতি সংকটজনক, প্রাণ হারালেন তিন ব্যাক্তি, তৎপরতা প্রশাসনের!

রাজ্যের বন্যা পরিস্থিতি সংকটজনক, প্রাণ হারালেন তিন ব্যাক্তি, তৎপরতা প্রশাসনের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  ভয়াবহ আকার ধারণ করেছে রাজ্যের বন্যা পরিস্থিতি। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে অনেক এলাকায় জল জমতে শুরু করেছে। ইতিমধ্যেই ডিভিসির পক্ষ থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে। যার জেরে একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যেই এই বন্যা পরিস্থিতির কারণে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মৃত্যু হয়েছে তিনজন ব্যক্তির। যাকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরত তুঙ্গে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ডিভিসিকে দায়ী করে তাদের জল ছাড়ার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। তাই বিপদসংকুল এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে এসে যাতে নিরাপদ স্থানে রাখা যায়, তার জন্য চেষ্টা চালাতে শুরু করেছে প্রশাসন।

জানা গিয়েছে, গত শনিবার ডিভিসির পক্ষ থেকে 1 লক্ষ 30 হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। যার জেরে বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে। অন্যদিকে রবিবার সন্ধ্যা 6 টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় 1 লক্ষ 55 হাজার 775 কিউসেক জল ছাড়া হয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। আর এই বন্যা পরিস্থিতির কারণে ঘাটালে তিনজন ব্যক্তির মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দুর্গতদের উদ্ধারের কাজে নেমে পড়েছে সেনাবাহিনী। অর্থাৎ পরিস্থিতি যে ক্রমেই সংকট থেকে সংকটজনক জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টা একনাগাড়ে বৃষ্টিপাত হওয়ার কারণে এমনিতেই মেদিনীপুর শহর তৎসংলগ্ন এলাকা মানুষদের জীবন নিয়ে সংশয় তৈরি হয়। নদীর পাশে বসতি থাকা মানুষদের বাড়ি ঘর ভেসে যায়। বেশ কিছুদিন ধরে একনাগারে বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাজুড়ে। কলকাতায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হাঁটু পর্যন্ত জল থাকার কারণে সাধারণ মানুষ অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন।

আর এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষরা চিন্তার মুখে পড়ে গিয়েছেন। আর এবার ডিভিসির পক্ষ থেকে জল ছেড়ে দেওয়ার কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে। তবে পরিস্থিতি হাতের বাইরে বেরোনোর আগে রীতিমতো পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!