এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজ কোন সাংবাদিক বৈঠক করছেন না শুভেন্দু, সবটাই তৃণমূলের রটনা, জানালেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ

আজ কোন সাংবাদিক বৈঠক করছেন না শুভেন্দু, সবটাই তৃণমূলের রটনা, জানালেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মন্ত্রিত্ব ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী, বাড়ছে তাঁর দলবদলের জল্পনা। এই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে দলের ধরে রাখার চেষ্টায় কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয়েছিল বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী পিকে, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই বৈঠকের পর গণমাধ্যমে সৌগত রায় জানিয়েছিলেন যে, সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। দলের প্রতি ক্ষোভ মিটেছে শুভেন্দু অধিকারীর। এরপর আজ ৬ ই ডিসেম্বর শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক করতে চলেছেন বলে জল্পনা ছড়িয়েছিল।

আজকের দিনে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলে জল্পনা চলছিল রাজনীতিতে। আজ তাঁর সাংবাদিক সম্মেলনের দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত আচমকাই ঘটলো ছন্দপতন। শুভেন্দু অধিকারী আজ কোন সাংবাদিক বৈঠক করছেন না বলে জানালেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা কনিষ্ক পন্ডা। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা কনিষ্ক পন্ডা স্পষ্ট করে জানিয়ে দিলেন যে, আজ শুভেন্দু অধিকারী কোন সাংবাদিক বৈঠক করছেন না। তিনি আরো জানান যে, দল থেকে তাঁদের তাড়িয়ে দেওয়া হয় নি। তাঁদের কোন পদের লোভ নেই। দল তাড়িয়ে দিলে তারাও চলে যাবেন বলে স্পষ্ট মন্তব্য করলেন তিনি।

আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাবে জানালেন যে, শুভেন্দু অধিকারী বারবার স্পষ্ট কথা বলে এসেছেন। যা কোনো নতুন ব্যাপার নয়। তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দেন যে, দল তাড়িয়ে দিলে তারা চলে যাবেন। দলে থাকার জন্য তারা আকাঙ্ক্ষিত নন। পদের লোভ তাঁদের নেই। শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন সম্পর্কে তিনি জানালেন যে, আজকের সাংবাদিক সম্মেলনের কথা রটানো হয়েছিল মাত্র। যার কোনো সত্যতা নেই। পরিষ্কার কথা বলেন শুভেন্দু অধিকারী। মাথা উঁচু করে থাকেন তিনি। এতো কিছু বলার পর নতুন করে বলার আর কিছু থাকে না। আজকের সাংবাদিক সম্মেলন তৃণমূলের রটনা, তাদের সূত্রের খবর বলে তিনি জানালেন। তাঁর অভিযোগ, এর দ্বারা সাংবাদিকদের বিভ্রান্ত করা করে হয়েছে। তাই সাংবাদিকেরা প্রশ্ন করছেন তাঁদেরকে।

সেই সঙ্গে তিনি জানান, আজকে সাংবাদিক বৈঠক হবে এমন কথা শুভেন্দু অধিকারী কোন জায়গায়, কোন সময়, কোন সভায় বলেননি। তিনি আরও জানালেন যে, শুভেন্দু অধিকারী যখন নিজ মুখে কিছু বলবেন তখনই তা পরিষ্কার হয়ে যাবে। দিনের আলোর মতো তিনি তা পরিষ্কার করে দেবেন। কোন বিষয় নিয়ে তিনি লুকোচুরি করবেন না। যা বলবেন তা তিনি প্রকাশ্য দিবালোকে বলবেন। দক্ষিণ কলকাতার কোন একটি স্থানে গিয়ে সবকিছু তিনি বলবেন বলে জানালেন কনিষ্ক পণ্ডা। বিশ্লেষকদের দাবি, শুভেন্দু ঘনিষ্ঠের এই ব্যক্তব্য শাসকদলের ঘুম ছুটিয়ে দেবার জন্য যথেষ্ট।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!