এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন দিলীপ ঘোষ জেনে নিন

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন দিলীপ ঘোষ জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে প্রচার প্রক্রিয়ায় জোর দিতে শুরু করেছে প্রতিটি রাজনৈতিক দল। বর্তমানে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বেশি করে গোটা রাজ্যজুড়ে প্রচার প্রক্রিয়া সহ যোগদান মেলা করতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। কিন্তু এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই প্রচারে গিয়ে মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় ঘটে গেল বড়সড় দুর্ঘটনা।

সূত্রের খবর, শনিবার এগড়ায় চা চক্র সেরে একটি মঞ্চে বক্তৃতা দিতে ওঠেন বিজেপির রাজ্য সভাপতি। আর সেখানেই তিনি বক্তৃতা দেওয়ার সময় তাকে নিয়ে ভেঙে পড়ে গোটা মঞ্চ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে সেভাবে আঘাত পায়নি বিজেপির রাজ্য সভাপতি। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন মঞ্চে উঠে বক্তব্য রাখতে শুরু করেন, তখন হঠাৎ করেই মঞ্চ কেঁপে ওঠে। তবে উচ্চতা কম থাকায় সেভাবে দুর্ঘটনা ঘটেনি। তবে এভাবে মঞ্চ ভেঙে পড়া প্রসঙ্গে কিছুটা রাজনৈতিক বক্তব্য রাখতে দেখা যায় দিলীপ ঘোষকে। এদিন তিনি বলেন, “আজ যেমন করে মঞ্চ ভাঙলো, সামনের বছর এরকম ভাবেই সরকারটা ভেঙে যাবে।”

স্বাভাবিকভাবেই বিজেপির রাজ্য সভাপতির এই ধরনের বক্তব্যে রীতিমত উজ্জীবিত হয়ে ওঠেন বিজেপি নেতা কর্মীরা। তবে দিলীপ ঘোষ মঞ্চে উঠে বক্তব্য রাখার সময় যেভাবে তার মঞ্চ কেঁপে উঠল তাতেই আতঙ্ক ক্রমশ বাড়তে শুরু করেছিল তবে শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আস্বস্ত সকলেই।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!