এখন পড়ছেন
হোম > রাজ্য > ছাত্র-ছাত্রীদের জন্য বড়োসড়ো সুখবর! জেনে নিন বিস্তারিত !

ছাত্র-ছাত্রীদের জন্য বড়োসড়ো সুখবর! জেনে নিন বিস্তারিত !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা নিয়ে শুরু হয়েছে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন। লকডাউন পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ হয়ে যায় অনেক আগেই। খুব স্বাভাবিকভাবেই পরীক্ষা নিয়ে চাপে পড়ে শিক্ষার্থীরা। 64 দিনের লকডাউন পিরিয়ড কাটার পর শুরু হয়েছে আনলক পর্ব। কিন্তু করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি রাজ্যে। বেড়ে চলেছে করোনা আক্রান্তের ও মৃত্যুর হার। করোনার কারণে এখনও যানবাহন ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই অবস্থায় ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা দেওয়া অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

আর তাই এবার বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার নিয়মাবিধি চালু হচ্ছে।সে ক্ষেত্রে অনলাইনে উত্তর পত্র জমা করা যাবে কিংবা সমস্যা থাকলে খামে ভরে তা সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় জমা দিয়ে আসা যাবে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর এর ফাইনাল পর্বের একটি পরীক্ষা বিধি প্রকাশিত হয়েছে, সেখানেই পরীক্ষা কিভাবে হবে সেই সংক্রান্ত দশটি তথ্য তাঁদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু হবে। তার প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাপ ছাত্রবন্ধুতে দেওয়া হবে। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র এবং উত্তরপত্রের বুকলেট কলেজের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে বলা হয়েছে, বাড়িতে বসে পরীক্ষা দিয়ে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কলেজে ইমেইল করতে হবে। অন্যদিকে পোস্টগ্রাজুয়েট প্রার্থীরাও একইভাবে উত্তর পত্র পাঠাতে পারবেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উত্তরপত্রে নির্দিষ্ট জায়গায় পরীক্ষার্থীদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বছর, বিষয় এবং পেপারের উল্লেখ করতে হবে। গাইডলাইনে বলা হয়েছে, যদি পরীক্ষার্থীরা অনলাইনে উত্তর পত্র জমা দিতে না পারেন, সেক্ষেত্রে সিল করে খামের ভেতরে উত্তরপত্র ভরে নিজেদের কলেজে গিয়ে জমা করতে পারবে। খামের উপরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বর্ষ, সাবজেক্ট ইত্যাদি বিষয়ের উল্লেখ করতে হবে অবশ্যই। পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার্থীদের জন্যও একই নিয়ম। সেক্ষেত্রে শুধু খামটি জমা করতে হবে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের পণ্ডিত রবিশঙ্কর ভবনে।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীরা সরাসরি করোনা পরিস্থিতিতে কলেজে উপস্থিত না হয়ে পরীক্ষার সম্পূর্ণ বিধি অনলাইনেই সম্পূর্ণ করুক। এছাড়াও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, আগামী 15 থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি পোর্টাল দেওয়া হবে। যেখানে সামান্য কিছু নিয়মের মধ্যে দিয়ে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। জানা গেছে, এই মুহূর্তে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পত্র তৈরীর কাজ চলছে। জানা গেছে, খুব শীঘ্রই পরীক্ষার রুটিন প্রকাশ হবে। তার সাথে উত্তর পত্র জমা দেয়ার সময়সীমা জানানো হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

অনলাইনে উত্তর পত্র জমা দিতে অসুবিধা থাকলে কলেজে গিয়ে উত্তর পত্র জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকের বাড়িতেই অনলাইনের সমস্যা হতে পারে সে ক্ষেত্রে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি যেভাবে সরাসরি উপস্থিত হয়ে উত্তর পত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পরীক্ষার্থীদের তা যথেষ্ট প্রশংসনীয়। তবে এইভাবে পরীক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন। বাড়িতে বসে দেখে দেখে উত্তর লেখায় পরীক্ষার্থীদের মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পরীক্ষার্থীদের এই প্রথম করোনা পরিস্থিতিতে বাড়িতে বসে পরীক্ষা দেওয়া হবে। পুরো ব্যাপারটি কিরকম হতে চলেছে, তা জানার জন্য আরো বেশ কিছুদিন ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!