এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মতুয়াদের রাজনীতিতে নিয়ে এসেছেন মমতাই” ঠাকুরবাড়ির দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক দিলীপ!

“মতুয়াদের রাজনীতিতে নিয়ে এসেছেন মমতাই” ঠাকুরবাড়ির দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট-ঠাকুর পরিবারে যে সংঘাত তৈরি হয়েছে, তা নিয়ে সকলেই চিন্তিত। বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে সমস্যা তৈরি হতেই পারে। কিন্তু সেই ঠাকুর পরিবারের রাজনীতি এত প্রকটভাবে চেপে বসেছে যে, নিজেদের মধ্যে বিবাদ এখন রাজনৈতিক বিবাদে পরিণত হয়েছে। আর এর জন্য সরাসরি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করে বসলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঠাকুর পরিবারে রাজনীতি ঢুকিয়ে দেওয়া থেকে শুরু করে অশান্তি পাকানো, সব ক্ষেত্রেই এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন তিনি।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। যেভাবে ঠাকুর পরিবারে দ্বন্দ্ব তৈরি হয়েছে, যেভাবে বড়মার ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং একপক্ষ সেই তালা ভাঙছে বলে খবর আসছে, তা নিয়ে সোচ্চার হন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তিনি বলেন, “এটা মমতা ব্যানার্জীর দান। তিনিই মতুয়া সমাজকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে এসেছেন।”

অর্থাৎ একসময় বড়মা যখন মাথার ওপরে ছিলেন এই মতুয়া সমাজের, তখন সেই ভাবে মতুয়া পরিবারে দ্বন্দ্ব তৈরি হতে দেখা যায়নি। কিন্তু বড়মা প্রয়াত হওয়ার পর যেভাবে সেখানে তৃণমূল বনাম বিজেপির লড়াই শুরু হয়েছে এবং ঠাকুরবাড়ির দুই সদস্যের মধ্যে ক্রমাগত দখলদারি নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হতে দেখা যাচ্ছে, তা সত্যিই দুর্ভাগ্যজনক। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের শাসক দলের প্রধানকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যা ভোটের মুখে তৃণমূলের মতুয়া ভোটব্যাঙ্কে যেমন ফাটল ধরাবে, ঠিক তেমনই অস্বস্তি বাড়াবে স্বয়ং তৃণমূল সুপ্রিমোর। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!