এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের বিপাকে তৃণমূল, প্রচারে গিয়ে এ কোন ভাষা কল্যাণের ? তুঙ্গে বিতর্ক !

ফের বিপাকে তৃণমূল, প্রচারে গিয়ে এ কোন ভাষা কল্যাণের ? তুঙ্গে বিতর্ক !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যে করেই হোক বিরোধী শক্তিকে শেষ করে দিতে হবে, এটাই তৃণমূলের প্রধান টার্গেট। তবে লোকসভা নির্বাচনের সময় তারা কোনোভাবেই অবৈধ উপায়ে জিততে পারবে না, এটা তারা নিজেরাও জেনে গিয়েছে। সেই কারণে এখন প্রচারে বেফাঁস কথাবার্তা বলে ফেলছেন তৃণমূলের নেতা নেত্রীরা। কখনও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার কখনও বা দলের অন্যান্য নেতা নেত্রীরা এমন কিছু মন্তব্য করছেন, যা নিয়ে তৈরি হচ্ছে বিতর্ক। আর এবার সরাসরি প্রচারে গিয়ে গুঁড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়ার কথা বলে চরম বিতর্ক বাড়ালেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ প্রচারে বের হন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গুঁড়িয়ে দিন পদ্মফুল, ভেঙ্গে দিন কাস্তে হাতুড়ি।” আর এই বক্তব্য নিয়েই তুঙ্গে উঠেছে বিতর্ক। অনেকে বলছেন, দিলীপ ঘোষের বিভিন্ন বক্তব্য নিয়ে তো তৃণমূল নির্বাচন কমিশনে অভিযোগ করে। কিন্তু এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি মুখ বন্ধ করে রাখবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আইনের শাসন প্রতিষ্ঠা করার বদলে তৃণমূল নেতারা এবং তৃণমূলের প্রার্থীরা যেভাবে হুমকি-ধমকি দিচ্ছেন, তা কি সত্যিই মেনে নেওয়া যায়?

এভাবে কোনো এক দলের প্রার্থী কি বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দিতে পারেন? কেন গুঁড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়ার রাজনীতির মধ্যেই বেশি মনোনিবেশ করছেন তৃণমূল নেতারা? আসলে মানুষের কাছে যারা প্রত্যাখ্যাত, তারা তো এই ধরনের হুমকি দেবেন, সেটাই স্বাভাবিক। তাই তা নিয়ে পাল্টা সোচ্চার হয়েছে বিরোধী দল বিজেপি। স্বাভাবিকভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভোটের মরশুমে এই ধরনের বিতর্কিত মন্তব্য নতুন করে অস্বস্তি তৈরি করলো তৃণমূলের মধ্যে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!