এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা! জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, জেনে নিন!

বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা! জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির পক্ষ থেকে যখন তৃণমূলে ব্যাপক ভাঙ্গন ধরানো হয়েছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে। যেখানে একটি বাংলা নিউজ চ্যানেলের টেলিকাস্ট স্ক্রিনশটে লেখা রয়েছে, তৃণমূলে যোগদান করতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। তৃণমূলের শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে গেলেন, তখন কি তৃণমূলের পক্ষ থেকে এবার বাবুল সুপ্রিয়কে নিজেদের দিকে টানা হবে! আর এই প্রশ্ন যখন রাজনৈতিক মহলের শোরগোল ফেলে দেয়, ঠিক তখনই ফেসবুক পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন সেই বাবুল সুপ্রিয়।

জানা যায়, বাবুল সুপ্রিয়কে নিয়ে এই দলবদলের পোস্ট ভাইরাল হতেই তার কাছে নানা ফোন আসতে শুরু করে। তিনি কি সত্যিই বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাতে করেছেন! তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগে জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস ত্যাগ করার পর তিনি বিজেপিতে যোগ দিলে ব্যাপক আপত্তি পোষণ করেন সেই বাবুল সুপ্রিয়।

আর তারপরই বাবুলবাবু তৃণমূল কংগ্রেস যোগদান করতে পারেন বলে একটি নিউজ চ্যানেলে হেডলাইন দিয়ে প্রকাশ করা হয়। আর অবশেষে বিতর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন সেই বাবুল সুপ্রিয়। সূত্রের খবর, শনিবার নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন, “তৃণমূল দলটাকে আমি মনেপ্রাণে ঘৃণা করি। রাজনীতি ছেড়ে দিলেও তৃণমূলে যোগ দেবো না, এই ধরনের খবরের হেডিং কখনও হতে দেব না। তৃণমূল সরকারকে আরব সাগরে না ফেরা পর্যন্ত খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারব না।” জানা গেছে, এদিন বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন যে, এই কাজের পেছনে তৃণমূলের আইটি সেল জড়িত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দলবদল বঙ্গ রাজনীতির অন্যতম চর্চার চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদল থেকে ও দলে যাওয়া নেতাদের হিড়িক পড়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে বিজেপিতে যখন তৃণমূল ত্যাগী নেতাদের ভিড় বাড়তে শুরু করেছে, ঠিক তখনই বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিয়ে একটি খবর সামনে আসে। যেখানে জানা যায় যে, বাবুলবাবু তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন।

স্বাভাবিকভাবেই এই কথা প্রচার হতে না হতেই ঘাসফুল শিবির থেকে শুরু করে পদ্ম শিবিরের অন্দরে শুরু হয় গুঞ্জন। তবে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করে গোটা ঘটনাকে বলে দাবি করে তৃণমূল জল্পনাকে কার্যত উড়িয়ে দিলেন সেই বাবুল সুপ্রিয়। পাশাপাশি এই গোটা ঘটনায় খবর ছড়ানোর পেছনে তৃণমূলকে দায়ী করে শোরগোল তুলে দিলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!